ছড়ায় ছড়ায় ছড়া করে জড়াজড়ি
সে এক অনন্য ছন্দ দেয় উপহার!
এমন কবিকে বলে জাত ছড়াকার
তা’বলি,‘কি করি আজ ভেবে না পাই’কে।
ছড়ায় ছড়ায় যেন রত্ন ছড়াছড়ি
এ ছড়া এ যেন কোন অন্য উচ্চতার
পাঠেতে মিলবে ছবি পাঠ মুগ্ধতার
এ যেন প্রমাণ করে ছন্দ শুদ্ধতাকে।
ছড়ার মালঞ্চে ফুল দেখি নিরিবিলি
সে ছড়া ঝরছে যেন কত ফুলরাজি
কথায় কথায় ছড়া নেই কারসাজি
এ যেন পাঠক দলে করে পুস্প বিলি।
মন্তব্যে উত্তর আসে ছড়া কবিতায়
বিস্ময়ে অবাক হই কি যে বলি তায়!
# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# মাত্রা বর্ণ বিন্যাসঃ তিন তিন দুই দুই চার
# কবিতা প্রকৃতিঃ সনেট
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:১২