এ কালের ছড়া কাব্যে আছে কত নাম
বিষয়ের গভীরতা কোথাও কি পাই?
পাঠকের মন জয়ে যেমন যা চাই
এসবের মূল্য কোন নেই কারো কাছে।
অথচ যা ঝরায় যে নিন্দুকের ঘাম
তিনি শুধু এক জন যার তুল্য নাই,
শহিদুল ইসলাম প্রামণিক ভাই
ছড়া ছন্দে সবকিছু আপনার আছে।
প্রামানিকে কি মানিক ছড়া ছন্দ তান
ঝরঝরে ঝরে যেন বসন্তের ফুল
ঢেউ যেন সুর লয়ে করে কোন গান
কিশোরীর কানে যেন দোলে কোন দুল।
হুলস্থুল কান্ড যেন তরু লতা ছায়
প্রামানিক ছড়া ছন্দ মৃদু মন্দ বায়।
# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# মাত্রা বর্ণ বিন্যাসঃ চার চার চার দুই
# কবিতা প্রকৃতিঃ সনেট
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৭ রাত ৯:২৩