অনবদ্য কাব্য গাঁথা দেখেছি যে এক
ছুটে চলে অবিরত না হয়ে মন্থর
ছুঁয়ে যায় সে কবিতা পাঠক অন্তর
যে কাব্যিক মুগ্ধতায় হৃদয় আপ্লুত।
হে নাঈম জাহাঙ্গীর নয়ন কি এক
মোহজালে বেঁধেছেন পাঠকে বিস্তর
অবরুদ্ধ যারা সব না পেয়ে নিস্তার
আপনার বশচ্ছায়ে হয়েছে আবৃত।
কেন জানি কবি পানে আকুল এমন
জনে জনে জনগনে নিরন্ত আত্মায়,
হয়তবা তাই হয় আমার এ মন
কবি ভক্ত অফুরান অন্তর যা চায়।
কেটেকুটে অকাব্যের কন্টক জঙ্গল
নয়নেরা হোক তবে সাহিত্য সম্বল।
# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# মাত্রা বর্ণ বিন্যাসঃ চার চার তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৯