জানার উপায় জানা, জানায় জানাতে
কানায় কানায় পূর্ণ ব্লগের প্রান্তর
এ কাজে নিবেদি মন নিবেদি অন্তর
এখন জানা’র দৃষ্টি সকল দীগন্তে।
সৃষ্টির এমন রূপ সুন্দর্য আনাতে
জানা’পি চাঁদের মতো আলোক অপার
তাড়াতে নিপূণ হাতে অজ্ঞতা আঁধার
তিনিতো পূর্ণিমা চাঁদ ধরায় দিনান্তে।
জোছনা করুক ওরে সর্বত্র বিরাজ
এ সামু সুন্দর থাক আপির ছোঁয়ায়
দূরেতে বিদায় হোক অকাজ কূকাজ
সে সব হারিয়ে যাক জ্ঞানের ধোঁয়ায়।
আপু’নি রতন মনি জানাই সালাম
সৌভাগ্যে আমরা জানা আপিকে পেলাম।
# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# মাত্রা বর্ণ বিন্যাসঃ তিন তিন দুই তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০১