বিলিয়ার রহমান বিলায় দেদার
সাহিত্যের রত্নরাজি লেখনি ছোঁয়ায়,
আহা সেকি মুগ্ধময় আকর ধোঁয়ায়
মন রাজ্য জুড়ে যেন চাঁদের জোছনা।
বারে বারে পাঠ করে সুপদ্য সম্ভার
সে সকল এ আমায় আবেশে জড়ায়
অমৃতের আলোরশ্মি নিমিশে ছড়ায়
স্বরতন্ত্রে ছুটে চলে সুরের মূর্ছনা।
লোভে পড়ে আসে চোর শিক্ষিত আপদ
চুরিকরে লেখা মালা কেমন বজ্জাত!
তারপর ধরাপড়ে দেখে কি বিপদ
মান কুল সব যায় খোয়ায় ইজ্জত।
বিলিয়ার কিলিয়ার গোয়েন্দা বিশাল
চোর ধরা পুলিশের আলোর মশাল।
# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# মাত্রা বর্ণ বিন্যাসঃ চার চার তিন তিন
# মাত্রা সংখ্যাঃ চার
# কবিতা প্রকৃতিঃ সনেট
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৫