শায়মাতে সারি সারি ‘ছড়া’ ছড়াছড়ি
নারী নিয়ে কত কথা কত কথকতা,
ভাবনায় নেই তার নেই অলসতা
অপসরা তাকে ভেবে খায় গড়াগড়ি।
দু’জনার মিলতাল কি যে জড়াজড়ি
পলাশের লেখনিতে ঝরে আকুলতা,
যেন তিনি মুক্তা ঝরা রত্ন অবারিতা
কথা তার ঝরা ফুল, ঝরে কুড়ি কুড়ি।
শায়মাপি শায়মাপি আহা কি যে তার
জনে জনে জানা জানি, জানি মনে মনে।
লিটনের ছড়াকাব্য পেয়ে উপহার
কি মনে যে ভাবে তিনি ভাবি আনমনে।
তারে নিয়ে লিখতেই কথা ভুরি ভুরি
ঘিরে ধরে আমারে যে আহা মরি মরি!
# ছন্দঃ অমৃতাক্ষর
# অন্তমিলঃ কখখক কখখক ঘঙঘঙ চচ
# বর্ণ বিন্যাসঃ চার চার দুই চার
# কবিতা প্রকৃতিঃ সনেট
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৮