অরুণের প্রখরতা রোদেলা দুপুর
অনুজীব বিনাশের অনন্য সময়,
হে অরুনি মায়া অনু এমন তো হয়
আপনার কবিতায়, আপদ নির্মূল।
জ্ঞান প্রভা বিকিরণে পঙ্কিল পুকুর
পাপজল শূণ্য করে কাব্যিক ছোঁয়ায়,
অবিবেকে ঢেকে রাখা আচ্ছন্ন ধোঁয়ায়
মানুষেরা পাড়ি দেয় সাগর অকুল।
হে অরুনি লিখে যান সুমনে এমন
অপরাধ মুক্ত হোক মানব সভ্যতা
অসতের বিতাড়নে সময় এখন
অপরাধ সাথে বাদ সমস্ত সখ্যতা।
মায়াময়ী মহীয়সী কাব্যের ও দন্ডে
লন্ডভন্ড করে দিন কূ-লোক ও ভন্ডে।
# ছন্দঃ অমৃতাক্ষর
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙচচ
# কবিতা প্রকৃতিঃ সনেট
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪২