দীপ্ত চাঁদ, চাঁদ গাজী মন্তব্য বেলায়,
ব্লগে তার জ্ঞানফুল, শেফালী বকুল।
সেই জ্ঞান নদী বহে ভাসিয়ে দু’কূল
শিল্পায়িত ভাষা তার, অশান্ত অন্তর।
আমি পাই ঝলমলে আলোর ভেলায়
সামু ব্লগে জ্ঞান রাশি, সাগর অকুল।
যেথা পাই চাঁদ গাজী, মন্তব্যে অতুল
ধোয়া তার মন্দ নয়, স্বীকৃতি সুন্দর।
দু’জনার মত দুই অমিল সেখানে
তথাপিও মিল এই ভাষায় সমতা,
কেন কিযে কিজানি কি, জানিনা কেজানে?
একজাতি বলে তাই হয়তো মমতা!
এবারতো ভাবি বসে আমরা কিচাই?
অমতের মতভুলে মিলব সবাই।
# ছন্দঃ অমৃতাক্ষর
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙচচ
# কবিতা প্রকৃতিঃ সনেট
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:৩৫