বিলুনি নামের মর্ম যদিও অজানা
অনেক মন্তব্য পেয়ে বুঝিছি অনেক
সজ্জন সুহৃদ জন, শুভেচ্ছা শতেক
সে তাঁকে নাদেয়া যেন সৌজন্য খেলাপ।
বিলিয়ে দিলাম তবে মনের নাজানা
ফুলের সাজানো ডালি সানন্দে বারেক,
আনন্দ উচ্ছাস ভরা অন্তরে প্রত্যেক,
সে গুনী গুনের তরে, নহে এ প্রলাপ।
অজান্তে এখন আমি নিজেরে হারাই
কখন কোথায় যেন কেজানে সেকথা?
কখনো কেমন যেন নিজেরে নাপাই
এটাকি শুধুই এক অনর্থ অযথা?
নাবুঝে থাকেন যদি করব কিআর
বিলুনি কামনা করে মঙ্গল সবার।
# ছন্দঃ অমৃতাক্ষর
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙচচ
# কবিতা প্রকৃতিঃ সনেট
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৩৪