নির্ভার ঘুমের প্রলেপলেগে অচেতন হয়ে
চলে যাই শান্তি লোকে; সেথায় গাড়ি
চালিয়ে এদিক সেদিক ঘুরতে গিয়ে দেখি
সেকালের প্রেয়সি এখনো চমৎকার!
নিদ্রারারা হারিয়ে গেলে দেখি সঙ্গিনীর
ঘুমন্ত আদুরে মুখ; ভোরের শিশির ভেজা
শিউলি যেন, নয়তো কোন শুভ্র গোলাপ
অথবা গিরিধারা ঝর্ণার জল অফুরান।
প্রিয়ারা স্বপ্ন দারে হানা দেয় যেন
হঠাৎ এসে পড়া ধুমকেতুর মত আর
সাথে থাকা সঙ্গিনী অবারিত বাস্তব
হৃদয় শীতল করা শান্তির চিরন্তন প্রবাহ।
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৪