মানবজাতি সৃষ্টির শুরু থেকেই আসলে ৩ ভাগে বিভক্ত। একদল - ক্যাঙ্গারু ক্যাটাগরি (যারা উৎসুক , আবিস্কার প্রিয়, ওপেন মাইন্ডেড) , ২য় দল কচ্ছপ ক্যাটাগরি ( গতানুগতিক বাধাধরা নিয়মের বাইরে যারা ভাবতে পারে না, একপাক্ষীক চিন্তাধারার অধিকারী, গোড়ামীপূর্ণ ) আর ৩য় দল হল - নিরামীষ ক্যাটাগরি (সব পক্ষেই আছে আবার কোন পক্ষেই নাই, যেকোন ক্যাটাগরির সাথেই মানায়ে নিতে পারে)
সৃষ্টির শুরু থেকেই যদি দেখি ইসলামিক দৃষ্টিতে নবী রাসুলদের আগমণ, আল্লাহর অস্ত্বিত্ব নিয়ে একপক্ষ পক্ষে ছিল, একপক্ষ বিরোধীতা করেছিল। খ্রিষ্ট ধর্মেও তাই। হিন্দু ধর্মেও তাই। যেকোন আবিস্কারের দিকে দেখলে দেখা যায় যে প্রতিটা আবিস্কারের বিপক্ষেই কিছু মানুষের শক্ত অবস্থান ছিল, আমার কেন জানি মনে হয় যেদিন মানুষ প্রথম আগুণ আবিস্কার করল সেদিন ও একপক্ষ নিশ্চয় এর বিপক্ষে কথা বলেছিল।
ঠিক তেমনি ভাবে আমাদের সমাজ চলে আসছে। প্রতিটা ক্ষেত্রে লক্ষ্য করলেই দেখবেন, রাজনীতি টু ধর্ম, লাইফস্টাইল সব ক্ষেত্রেই দুই পক্ষের ই অবস্থান প্রকট। দুই পক্ষই একে অন্যের মতবাদ অস্বীকার করে নিজের টা চাপিয়ে দিতে চায়।
আপনি যতই চেষ্টা করুন না কেন, ওড়না না পরলে একটা মেয়ে খারাপ না বা ধর্ষণের জন্য মেয়ের পোষাক দায়ী নয় এই ধারণা গুলা এই কচ্ছপ ক্যাটাগরির মানুষের মাথায় ঢোকাতে পারবেন না । কারণ তারা এই কচ্ছপ ক্যাটাগরির জিন বহন করে আসছে।
আপনি যতই চেষ্টা করুন, যতই বড় বড় পোস্ট দিন সমাজ বদলানোর, দিন শেষে আপনার ফিলটারড মেসেজ চেক করলেই কিছু কচ্ছপ ক্যাটাগরির মানুষ আপনি পাবেন ।
সমাজ কে আসলে আপনার মত করে বদলানো কখনো স্বম্ভব না, সমাজ নিজেই এই বদল হতে দেবে না । একশ মানুষের মধ্যে ৯৮ জন আপনার পক্ষে হলেও বাকি ২ জন ঠিক ই উলটা পথে চলবে। এটাই সমাজের নিয়ম। এভাবেই শুরু থেকে চলে এসেছে।
তাই যখন কেউ বলে- সমাজ বদলে দেব, খুব হাসি পায় শুনে।
ঈশ্বর নিজেই আসলে মানুষের মাঝেই হিরোপক্ষ আর ভিলেনপক্ষ ক্রিয়েট করে রেখেছেন মানুষের মধ্যে আর এক পক্ষ হল সাইড একটর। সেখানে এই বিরাট রঙ্গমঞ্চে নিজ জায়গায় থেকে অভিনয় করে যাওয়া ছাড়া আমাদের আসলে আর কোন কাজ নেই।
দিন শেষে, নিজ্বস্ব কোন ট্র্যাক না থাকলেও এই নিরামীষ ক্যাটাগরির মানুষগুলাই আসলে মানসিক শান্তিতে থাকে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ২:২৯