(স্কিন কেয়ারের ব্যাপারে মানুষ হিসাবে আমরা সবাই বেশ সচেতন। বর্তমান সময়ে মেয়েদের পাশাপাশি ছেলেরাও বেশ সচেতন , সেটা তারা স্বীকার করুক বা না করুক। স্কিন বা চুলের যত্নে সচেতনতা থাকলেও একটা জায়গায় আমরা বেশ ভাল ভাবেই আটকে যাই, সেটা হলো পার্লার খরচ। প্রতিমাসে একটা ভাল পরিমাণ টাকা পার্লারের জন্য বরাদ্দ রাখা অনেকসময় চাইলেও স্বম্ভব হয় না। সেটার বিকল্প হিসাবে আমি শুরু করেছিলাম অনলাইনে পড়াশোনা ও ইউটিউব থেকে দেখে শেখা। সেরকম কিছু লেসন থেকে একেবারে ঘরে থাকা জিনিস দিয়েই কিভাবে স্কিনের বা চুলের যত্ন নেওয়া যায়, সেটার উপরে সিরিজ পোস্টের এটা ২য় পর্ব।
আলোচ্য প্রতিটা টোটকাই আমার নিজের উপর পরীক্ষিত ও যেগুলাতে ভাল রেজাল্ট পেয়েছি সেগুলাই শেয়ার করবো। )
আজকের আলোচ্য বিষয় – চুল
চুল পরার পাশাপাশি আরেকটা যে মূল সমস্যা নিয়ে আমরা সব থেকে ভুগি, সেটা হল- চুলের রাফনেস , বাইরের ধূলা, গরম আবহাওয়া, রোদ সব মিলায়ে আমরা যতটা ভুগি তার চেয়ে বেশি ভুক্তভোগী হয় আমাদের চুল।
চুলের রাফনেস দূর করে চুল সফট আর সাইনি করার সব থেকে ইজি যে টোটকা টা আমি পেয়েছি সেটা নিচে শেয়ার করছি। নিচের টোটকা টি ছেলে মেয়ে সবার জন্যই ব্যাবহার্য। খুশকির সমস্যা যাদের থাকে তারা নির্দ্বিধায় এই প্যাক টি ব্যাবহার করে দেখতে পারেন।
প্রয়োজনীয় উপকরণ –
১- এলোভেরা জেল – ২ চামচ ( আমি রিসেনটলি পতঞ্জলির এলোভেরা জেল টা ইউজ করছি, বেশ ভালো, কেউ যদি ডিরেক্ট গাছ থেকে নিতে চায় সেটাও করতে পারে।)
২- টকদই- ২ চামচ
৩- মধু- ১ চামচ
৩ টি উপাদান ই খুব ভালো ভাবে মিশিয়ে আধা ঘন্টা রেখে শ্যাম্পু করে ফেলতে হবে। এই প্যাকটি ৩ দিন পর পর ব্যাবহার করা যায়, চাইলে সপ্তাহে একদিন ও ব্যবহার করা যাবে।
ধন্যবাদ।
ফ্রি টিপস-
১ – যারা প্রতিদিন কাজের জন্য বাইরে যান তাদের প্রতিদিন চুলে শ্যাম্পু করা উচিত নতুবা ৩ দিনে একবার শ্যাম্পু করতে হবে। চুলের গোড়া পরিস্কার থাকলে উকুন, খুশকি বা চুল পরার মত সমস্যা ফেস করতে হবে না। তবে হ্যা, চুলের ধরণ বুঝে শ্যাম্পু ব্যাবহার করতে হবে। উলটাপালটা শ্যাম্পু ব্যাবহার করা আর আস্তে আস্তে চুল কে বিষ খাওয়ানো একই ব্যাপার। রেগুলার কন্ডিশনিং ও মাস্ট।
২- শ্যাম্পু করার আগে চুল ভালভাবে আচড়ে নেওয়া ভাল।
৩- সপ্তাহে ১ দিন চুলে তেল দেওয়া চুলের স্বাস্থ্যের জন্য খুব ভাল
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩