নিড ফর স্পিড সিরিজের সাথে ফিফা ও নিঃসন্দেহে সবচেয়ে জনপ্রিয় সিরিজগুলোর একটা। ফিফা এই সিরিজের মোট ১৮টা গেম বের করেছে।(ওয়ার্ল্ড কাপ উপলক্ষে বের করা স্পেশাল এডিশন গুলো বাদে।)
আমার ফিফা খেলা শুরু ফিফা ৯৮ দিয়ে নিঃসন্দেহে আরো অনেকের ই তাই!বাংলাদেশের মামুন জোয়ার্দার,আর্জেন্টিনার বাতিস্তুতা থেকে শুরু করে ক্লিন্সম্যান,বেবেতো,হিয়েরো,গ্যাসকোয়েন,রোমারিও এমন অনেক প্লেয়ারদের কন্ট্রোল করার এক্সপেরিয়েন্স এ আলাদা!অনেকদিন খেলেছি এটা।
ফিফা ৯৯ বেশি খেলিনি। ভালোই লেগেছে। বিশেষ করে গ্রাফিক্স।
ফিফা ২০০০ এ একটা জিনিস খুব ভালো লেগেছে! ক্লাসিক অনেকগুলো টিম ছিলো! এখনকার প্লেয়ারদের বিপক্ষে জিকো,পেলে এদের খেলানোর মজাই ছিলো আলাদা! যদিও পেলে নামটা শো করত না!NO. 9 দেখাত!
ফিফা ২০০১ টা ভাল্লাগতো।অনেক খেলেছি।
ফিফা ২০০২,এবং বিশেষ করে ফিফা ২০০২ ওয়ার্ল্ড কাপের গ্রাফিক্স ছিলো জোশ!কি বলেন ভাইয়েরা?! ফিফা সিরিজের হাইয়েস্ট আইএমজি রেটিং ও এইটার। ৯.৩!
ফিফা ২০০৪ আর ২০০৫ বেশি খেলিনাই। ০৪ টা মোটামুটি লাগছিলো।
ফিফা ২০০৬ তেমন ভালো লাগেনাই। সম্ভবত কারণ এইটা আমি ০৭ খেলার পরে খেলছি!০৬ ওয়ার্ল্ড কাপ টা ভালোই ছিলো,কিপার ডিফিকাল্টি একটু কমালে আরো ভালো হত!
ফিফা ০৭ খুব ই ভাল্লাগতো। সেকেন্ড বেস্ট ফিফা ১০ এর পর। গ্রাফিক্স,গেমপ্লে তো বটেই সবচেয়ে মজা লাগতো ম্যানেজার মুড খেলে! ইংলিশ লীগ এর 4th tier এর দল Accrginton City কে আস্তে আস্তে ইপিএল এ এনে চ্যাম্পিয়ন্স লীগ জেতানোর মজাই অন্যরকম!
ফিফা ০৮ খেলিনাই! কন্ট্রোল নিয়ে কি জানি করছিলো ই এ স্পোর্টস!
ফিফা ০৯ এর গ্রাফিক্স টা ভাল্লাগছিলো। বেশি খেলা পড়েনাই।
ফিফা ১০! গ্রাফিক্স এর সাথে যেইটা বেস্ট লাগত যে প্লেয়ার কন্ট্রোল টা খুব স্মুথ ছিলো! ও, ভার্চুয়াল প্রো টাও ভাল্লাগছে।
ফিফা ১১ ভাল লাগে নাই ম্যানেজার মুড টা জঘন্য লাগছে। গেমপ্লে এবং কন্ট্রোল অনেকের কাছেই হয়ত ভাল্লাগতে পারে। আমার কাছে লাগেনাই
আমার খেলা বেস্ট ফিফা
ফিফা ১০
ফিফা ০৭
ফিফা ০২ রোড টু ওয়ার্ল্ড কাপ।
আপনার????