মেয়েটা অনেক ক্ষন ছেলেটার জন্য অপেক্ষা করছে। অবশেষে ছেলেটা এলো..
-কি ব্যাপার সবাই চলে গিয়েছে...তুমি গেলেনা যে?
-জানার পরও কেন প্রশ্ন যে আমি কেন গেলাম না... সবই তো জানেন।
ছেলেটা জানে এবার মেয়েটা চলে যাবে।হঠাৎ ছেলেটা চিৎকার করে---
-আহ্!
-কি হলো?
-কিছুনা পায়ে ব্যথা পাইসি।
-ব্যথা পাইসেন মানে কি! কই দেখি!
- হা হা হা! সরি এমনি বললাম!
- ঢং!
-এক মিনিট দাঁড়াও! এতোক্ষন অপেক্ষা করলা, আরেকটু দাঁড়াও না কেন। আমি জানি তুমি আমার জন্য অপেক্ষা করছিলে।
-এতো অপেক্ষা করালেন,যাই হোক অবশেষে বুঝতে পেরেছেন যে আমি আপনার জন্যই অপেক্ষা করি।
- হুম, চলো একসাথে যাই।
-যাবো, একটা শর্তে!
- জ্বী বলো
- প্রতিদিন আমার সাথে হেঁটে যেতে হবে।
- হা হা হা। এতোটুকুই? তবে আমার একটা কথা রাখবে?
- অবশ্যই, বলুন?
- তোমার হাত ধরে হাঁটতে দিবে?
একটু লজ্জা পেয়ে মেয়েটা উত্তর দিলো..
- হাত ধরে হাঁটতে চাইলে, মাঝপথে হাত ছেড়ে চলে যাবেন না কথা দেন।
হাতে হাত রেখে কথা দিতেই সব আবছা হয়ে আসলো,,,,,
বুঝলাম এটাও আমার স্বপ্ন। স্বপ্ন স্বপ্নই রয়ে গেল আমার। বাস্তবে কি সত্যি হাঁটতে চাইবে সে আমার পাশে? প্রশ্ন গুলোর উত্তর ও আবছা-ঝাপসা হয়ে চলে যায় অদূরে.....