১৯৯৫ সালের ১২ সেপ্টেম্বর । ঢাকার আলরাজি হসপিটালে আমার জন্ম । বেড়ে উঠি বরিশাল শহরে এক মধ্যবিত্ত পরিবারে । জয়েন ফ্যামিলি । দাদা-দাদি , মা-বাবা , চাচা-চাচি , ফুফু , ভাই-বোন নিয়ে বিশাল এক পরিবার । আমার দাদা ছিলেন চেয়ারম্যান । পরপর ৩ বার তিনি চেয়ারম্যান হয়েছিলেন । এক কথায় তিনি বরিশাল শহরের অত্যাধিক সম্মানিত এক ব্যক্তি ।আমাদের বংশও আবার চৌধুরী । আমার নাম দেখেই বুঝতে পাড়ছেন
বাবা হলেন জনতা ব্যাংকে চাকরীরত । পরিচয় পর্ব এখানেই শেষ করি । মূল কথায় ফিরে আসি ।
ছোটবেলা থেকেই আমার একপ্রকার রাজনীতির প্রতি আকর্ষন সৃষ্টি হয় । তবে আমার পরিবারের কেউ ই রাজনীতিতে সক্রিয় নন । বরিশাল শহরের বেশির ভাগ লোকই বিএনপি এর সাপোর্টার । তাই আমিও ছোটবেলা থেকে খালেদা ভক্ত হয়ে উঠি । আওয়ামিলীগ দুই চোখের বিষ হয়ে দাঁড়ায় ।
কিন্তু ছোটবেলায় সত্যিকার অর্থে শেখ মুজিব ও জিয়াকে মন প্রান দিয়ে সম্মান করতাম । টিভিতে যখন দেখতাম সব মুক্তিযোদ্ধারা গলা ফাটিয়ে বলছে “আমার নেতা তোমার নেতা । শেখ মুজিব , শেখ মুজিব ।” তখন আমার ভিতর একপ্রকারের শিহরন সৃষ্ট হত । গা এর লোম খাড়া হয়ে যেত । তখন আমিও গলা ফাটিয়ে শেখ মুজিব , শেখ মুজিব করতাম । আর গাইতাম , “শোন একটি মুজিবরের থেকে লক্ষ্য মুজিবরের ধনি , কন্ঠ ধনি……আকাশ বাতসে ওঠে রনি ।” আর জিয়া এর কথা কি আর বলবো ।এককথায় সূর্য পুরুষ । তাকে দেখে আমার আর্মি হতে ইচ্ছা করত । টিভিতে যে ভিডিও গুলা দেখতাম তা আমাকে অনেক অনুপ্রেরনা দিত ।
যাই হোক । ধীরে ধীরে বড় হতে লাগলাম । কিছু বইপত্র পড়তাম । নানা মানুষ জনের নানান কথা শুনতাম । আমার এক ফুফা এর সাথে রাজনীতি নিয়ে আলোচনা করতাম । ফুফা ছিলেন কঠোর বিএনপি ।হাসিনা এর কথা শুনতেই পারত না ।উনি সাইদী , সাকা চৌধুরী , খালেদার প্রচুর ভক্ত ছিল । তাদের সাথে ভাল সম্পর্কও ছিল । সাইদী মাঝে মাঝে তার বাসায় থাকতেন এবং সাকা চৌধুরী তার দুঃসম্পর্কের মামা লাগেন ।তাই যা হওয়ার তাই হল । আলোচনার সময় বেশিরভাগ সময়ই উনি আওয়ামীলীগ ও মুজিব এর সমালোচনার মেতে থাকতেন । তো ধীরে ধীরে এই মিথ্যার বীজ আমার মাথায়ও রোপিত হল । মোট কথা হল , আমার মনে হত শেখ মুজিব এর আমলে সব মন্রী গুলা ছিল চোর , উনি নিজেও ব্যর্থ , শেখ মুজিব এর দেশ চালানোর কোন যোগ্যতা নাই , শুধুমাত্র জনতা কে উত্তেজিত করতে পারে , ওনার ছেলে গুলোও ছিল খারাপ , দূর্নিতিগ্রস্থ(কথাগুলো পুরোপুরি মিথ্যা নয়) , মুক্তিযুদ্ধ না হলেও দেশ সাধীন হত , দেশে যুদ্ধের কোন দরকার ছিল না , বাংলাদেশ সাধীন না হলে মানে পাকিস্থানের অধীনে থাকলে আমরা আজ এর থেকে ভাল থাকতাম , খালেদা , সাইদী এরা অনেক ভাল মানুষ পুরা দুধে ধোয়া , সাইদী-সাকা রাজাকার না , জিয়া অনেক ভাল একজন নেতা । আর বললাম না । বুঝতেই পারছেন । এসব কথার সব যে মিথ্যা তা নয় । কিন্তু এমন ধারনা আমার মাথায় জন্মানোর পর মুজিবকে আমার কেমন জানি লাগতে শুরু করলো । কিছু বই পড়েছিলাম তা পড়ার পর মুজিবকে আরো খারাপ লাগতে শুরু করল । ছোট বেলার তার নাম শুনলে দেহে যে উত্তেজনার সৃষ্ট হত তা ধীরে ধীরে কমে যেতে শুরু করল । তার প্রতি একপ্রকার ঘৃণা জন্ম হল । এরপর পুরোপুরি বিএনপি মাইন্ডের হয়ে গেলাম ।
এরপর থেকে আমার ফুফা এবং অন্যদের সাথেও আমি আওয়ামীলীগ ও মুজিব এর সমালোচনায় মেতে উঠতাম । রাজাকার এ পরিনত হচ্ছিলাম আরকি
এরপর আরো বড় হওয়ার পর বুঝতে পারলাম যে এসবের মাঝে কোন একটা ফাক আছে , প্রতারনা আছে , মিথ্যে আছে । ফুফার কথাবার্তাকে ফাউল লাগতে শুরু করল । ওনার সব কথা মিথ্যা লাগতে শুরু করল । এরপর এগুলো নিয়ে আরো মাথা ঘামাতে শুরু করলাম , বাংলাদেশের সঠিক ইতিহাস জানার চেষ্টা করলাম ।
যা বুঝতে পারলাম তা হলো , মুজিব , জিয়া দুজনই বাংলার নায়ক , মহাপুরুষ , বাংলার সোনার ছেলে যাদের মতো মানুষের জন্ম আর হাজার বছরেও হবে না ।এদের নিয়ে সমালোচনা করা মহাপাপ , অনেক বড় স্পর্ধা । এদের দুজনকেই মন-প্রান দিয়ে শ্রদ্ধা করা উচিত ।
এখন আমার এই দুজন ব্যক্তির নাম শুনলে আগের মতোই দেহে শিহরন সৃষ্ট হয় ।
** আমার মতো অনেকেই আছে ভুল তথ্য জেনে মুজিব কিংবা জিয়া কে দেখতে পারে না , ঘৃণা করে । তাদের সমালোচনা করে । তাদের কে সঠিক ইতিহাস জানার অনুরোধ করছে ।
**লেখায় আমি এই দুজন মহাপুরুষকে মুজিব ও জিয়া বলে সম্বোধন করেছি । তেল মারা নেতাদের মতো নামের আগে একশ একটা উপাধি যোগ করি নাই ।অনেকে সমালোচনা করতে পারেন । তাদের বলছি , মহাপুরুষদের কথা বলতে নাম লাগে না । তাদের কর্মই তাদের আসল পরিচয় দিয়ে দেয় ।
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১২ সকাল ৯:০৪