সলোমন দ্বীপপুঞ্জের কয়েকটা পাখি
উড়ে এসেছিলো এথায়
ধরা পড়লো আমি-সুলেমানের চোখে
দাদি বললেন— কি দেখস রে ছলেমান,
পক্ষী দেখে কি কাম, আয় শোনাই
সোলায়মান নবীর কাহিনী
তারপর আমরা দিলাম উড়াল
পাড়ি দিলাম
সকালে এক-মাসের পথ, বিকেলে এক-মাসের
আমাদের শিমুলফুল বাবা-মা
আছে, তবু ঝরে গেছে ধরে নিলাম
সলোমন দ্বীপপুঞ্জের কয়েকটা পাখি
উড়ে এসেছিলো এথায়
তারা না-থেমেই উড়ে গিয়েছিলো
ডাকাতিয়া নদীর দিকে
সেখানে শুকনো মাটিতে ডিমা-শাক দিন
দিনভর তারা থামলে থেমেছে না-থামলে নেই
দাদি বলেছেন— পক্ষী দেখে কি-কাম
সেইমত
আমি নর্দমা নামের এক শুকনো জায়গায়
সোনালু ফুলগাছ থেকে ঝরে পড়ে থাকি!
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩১