বিকাল ৫টার পরে প্রকাশক ফোন করে বললেন, আপনার বইয়ে একটু সমস্যা হয়েছে, একবার মেলায় আসতে পারবেন!
বললাম, আসছি।
এরপর স্টলে গিয়ে তাঁকে পেলাম না। পেলাম, ছাপানো বই!
সারপ্রাইজ দেবার চেষ্টা আরকি! কারণ, উনি বলেছিলেন, ১০ তারিখের আগে বই হাতে পাবার কোনো সম্ভাবনা নেই!
তারপর তাঁকে ফোনে বললাম, ভাই বিরাট সমস্যায় পড়েছি দেখি! এতো বড় সমস্যায় ফেলার জন্য আপনাকে সমস্যাময় ধন্যবাদ!
যাই হোক না কেন, ছাপার অক্ষরে প্রথমবারের মতো নিজের লেখা দেখার অনুভূতিটা সত্যিই অন্যরকম। যদিও বেশিরভাগ লেখাই সামুতে প্রকাশ হয়েছে, তারপরও বলি, হাতে সময় থাকলে একবার স্টল থেকে ঘুরে আসতে পারেন।
ধোঁয়াটে শহরে অসহায় মানুষ
ফয়সাল রকি
পাওয়া যাচ্ছে: অনার্য পাবলিকেশন্স লিঃ
স্টল নং: ৩০৮, ৩০৯, ৩১০
অমর একুশে বইমেলা ২০১৯
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০৭