"Controversially, the song simply tells about the pain and longings of a man who is about to die while he is looking into the eyes of a girl who was very dear to him."
ইংরেজী দিয়ে শুরু করে বাংলায় চলে আসলাম। এর অর্থটা আশা করি নিজেই ধরতে পারবেন। একটু ভিন্ন দিকে যাই।Lucio Dalla জন্মান ১৯৪৩ সালের ৪ই মার্চ। বোলোনা…ইটালীতে। ইটালিয়ান গায়ক, মিউজিক কম্পোজার আবার অভিনেতাও। উনি অনেকে সাথেও কাজ করেছেন। খাস কারকে Pavarotti র সাথেও। যে কারনে আসলে উনাকে নিয়ে আলোচনা তা হলো উনি একজন বিখ্যাত ব্যক্তিকে নিয়ে একটি গান লিখেন। তিনি হলেন Enrico Caruso…
একজন ইটালিয়ান operatic tenor এবং ইটালির অভিজাত অপেরায় যিনি নিয়মিত ছিলেন। জন্ম Lucio Dalla এরও জন্মের আগে…১৮৭৩ সালে। কিন্তু Lucio একে নিয়ে কেন লিখলেন?
Enrico Caruso মা-বাবার ২১ সন্তানের মধ্যে ১৮ জনই জন্মের সময় মারা যান। বেঁচে যান Caruso এবং তখনও কেউ জানতো না তার প্রকৃত মৃত্যুর আগে কেন তিনি বেঁচে গিয়েছিলেন? আসলে যে জন্মাবার সে জন্মাবেই…আসবেই। এটা যে বিধাতার লিখন।
এবং প্রথাগতভাবেই তিনি গরীব, পেট চলেনা ইত্যাদি ইত্যাদি আর লেখতে ইচ্ছা করেছনা। একটা জিনিস কেবল উল্লেখ করবো…১৮৮৮ সালে তাঁর মা মারা যাওয়ার আগে তাঁর ভেতর সংগীতের বীজ বপন করে যান। বাকিটুকু আক্ষরিক অর্থেই ইতিহাস। আপনারা পড়ে নিবেন। জেনে নিবেন। আবার একটু অন্য দিকে যাই…
প্রায় ১৫ বছর আগের কথা। বন্ধু তমাল বলল…"এটা ধর বাসায় নিয়া যা”। দেখলাম একটা ক্যাসেট। সেই সময় আমরা ক্যাসেটই বেশী শুনতাম। কারন ছিলই ক্যাসেট ডেক। সিডি প্লেয়ার ছিল কিন্তু কিনার পয়সা নাই। দেখলাম Neal Schon এর একটা এ্যালবাম। নাম Voice।
ছাড়লাম তাও আবার রাত্রে বেলা। প্রথম ট্র্যাক CARUSO...। হায় আল্লাহ! রহম কর! নি:শ্বাস বন্ধ হওয়ার উপক্রম। একটা ট্র্যাকই ঘুইরা ফিরা প্রায় ১৫ বার। হাতও ব্যাথা শুরু করলো। তখন হাত দিয়া Rewind করা লাগতো। ভাগ্য ভালো ক্যাসেটের প্রথম ট্র্যাক ছিল এইটা। এ হচ্ছে Lucio Dalla এর লেখা সেই Legendary ‘Caruso’...
কত মানুষ যে Lucio Dalla’র এই ট্র্যাক কভার করছে তার ইয়ত্তা নাই। তখন ইন্টারনেট ছিল কিন্তু চালাইতাম ডায়ালআপ মডেম দিয়ে। পয়সার পয়সা যাইতো…রাইত্রের ঘুমও নষ্ট হইতো! এখন আমার 3MBPS…আর তখন 3 kbps peak! মেইল করারও ছিল না কেউ।
সেই তখন থেকেই Neal Schon এর প্রেমে পড়লাম। এতক্ষন Lucio Dalla র কথা বল্লাম... Enrico Caruso র কথা বললাম আর প্রেমে পড়লাম Neal Schon এর। ঠিক তাই । সেই সময় তো আমার জন্ম হয় নাই। Neal Schon না থাকলে Journey হতো না... Neal Schon না থাকলে Voice হতো না... Neal Schon না থাকলে শ্রদ্ধা কি জিনিস হয়তো জানতাম না! ধন্যবাদ Lucio Dalla কে যে কিনা একজন অসম্ভব প্রতিভাবান কে নিয়ে গান লিখেছেন...তার নাম ছিল Caruso...ভিনদেশী বলেই হয়তো কোনদিন শোনা হত না। আসলে কভার জিনিসটা কখনোই খারাপ না...কিন্তু শর্ত একটাই যার কভার করা হচ্ছে তার প্রতি শ্রদ্ধা থাকতে হবে এবং নির্দিষ্ট কভারটির প্রতি দরদ ঢেলে দিতে হবে।
এবার Neal Schon এর Voice এ্যালবামটা ছাড়ুন। শর্ত হচ্ছে রাত্রে বেলা শুনতে হবে। চোখ বন্ধ করে। আর শোনার পর উপরের ইংরেজী লেখাটা পড়ুন। ...আর ভাল লাগবে না কিছু! মনে হবে আমরা এত ক্ষণজন্মা কেন? অন্তত আমার তাই মনে হয়!
১. ১৫ ই জুন, ২০১৫ দুপুর ১:২৯ ০