একদিন দোয়েল হব।
ঘর্মাক্ত কৃষকের কানে শিস দিয়ে গাইবো নবান্নের গান।
কখনও হব শৈশব।
স্কুল ব্যাগ, রঙিন পোস্টার, দুরন্ত ছক্কায় হয়ে যাব বিজয়ীর উল্লাস।
ঘাশফুল হয়ে
বালিকার কোমল পায়ে চুমু খাবো; চুমু খেয়ে হব তৃপ্ত অধর।
বিবাগী কিশোরের
করুণ কৈশোর ভেঙ্গে চুরে নিরাশার পৃথিবীতে হব বিপ্লবের ইতিহাস।
কোনদিন অলস দুপুরে
কিশোরী মেয়ের চোখের তারায় হব স্বপ্ন, সবুজ চুড়ি, হব সংসার।
হব নিঃসঙ্গ শালিক
তরুণীর বুকে ভয়ের কাঁপন জাগানিয়া শঙ্কা মুছে ফেলে হব নীরব প্রার্থনা।
তারপর একদিন,
একটি কোমল কাব্য লিখে ফেলে আবারও আমি মানুষ হব...।
২০/০৯/২০১৫
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩১