(১)
ঘুম পরী, জেগে আছো কি?
জানো, অঘুম কোথায় থাকে?
জানো কি হিসেব-নিকেশ?
তোমার প্রতিটি ঘুমের আড়ালে-
আমার কতগুলো অঘুম হারায়?
আহা! কতটুকু স্পর্শের ইচ্ছায়?
(২)
এইসব দিনের শেষে আচমকা ভিড় করে
সহস্র রাত্রির নির্বাণহীন ঘোর।
চুপিসারে প্রশ্ন ওঠে - কে তুমি? অজস্র অক্ষয়?
খেলা করো প্রিয়তম আপন আঁধারে?
নাকি আজন্ম আকাঙ্ক্ষার পর -
চার দেয়ালে আবদ্ধ স্বাভাবিক উষ্ণ আশ্রয়?
(৩)
যখনই ইচ্ছে হয় তোমায় ছুঁয়ে দেবার-
বাঁধা দেয় আজন্মের সলজ্জ বোধ;
যদি হায় কোন অকারন পাপে পুড়ে ছাই হও!
ভয় লাগে, বড় ভয় লাগে ...।
(৪)
মেয়ে, যদি সুদীর্ঘ চুম্বনে সিক্ত না হয়
কৈশোর আক্রান্ত তপ্ত হৃদয়,
তবে কেন বৃষ্টি ঝরাও?
যদি ভাল লাগে -
সাদামাটা এই তোমাকে,
তবে কেন রং বদলাও?
(৫)
বিনিময়ের কোন প্রশ্ন নেই,
নেই এতোটুকু অনুযোগ।
আমার মাঝে ঠিক যতটা ভাল,
ততটাই তোমাকে দিলাম...