শুরুটা হয়েছিল এভাবে...নব্বই দশকের বাচ্চাদের কাছে শুক্রবার সকাল বেলায় বিটিভি মানেই হলো , জাঙ্গাল বুক! 'জঙ্গলে ভোর হলো, আজ নতুন প্রভাত এলো' সবার মুখে মুখে। আমার অবশ্য মোগলির সাথে পরিচয় আরও আগে, রুডিয়ারড কিপ্লিঙ্গের বইয়ের সুবাদে। আরেকটু বড় হয়ে সাহারা ইন্ডিয়া চ্যানেলে সন্ধ্যায় যখন হিন্দি ডাব করা কারটুন দেখাতো সেটাও হা করে গিলতাম। এতবছর পর যখন jungle book এর trailer বের হল, নিজেকে তখন আটকে রাখা দায়। এ বছরের পার্সোনালই মোস্ট এন্টিসিপেটেড মুভির তালিকায় উপরের দিকে ছিল এর নাম। আজকে শেষ মেশ দেখা হয়েই গেল। এবং প্রতিক্রিয়া হচ্ছে, 'পয়সা উসুল'।
কোথথেকে যে বলা শুরু করবো বুঝতে পারছিনা, গ্রাফিক্সের কাজ, শের খানের এন্ট্রি, অনবদ্য ভয়েস এর কাজ, চকচকে ঝকঝকে স্ক্রিপ্ট, পারফেক্ট কমিক রিলিফ, টানটান উত্তেজনা,মোগলির চরিত্রটার পারফেক্ট কাস্টিং আরও কত কি। যত 3D মুভি দেখেছি তার মধ্যে এই মুভিটা বাংলাদেশের 3D হলে এক্সপেরিয়েন্স করার জন্য বেস্ট। শটগুলোই এমন।শের খা কে আরেকটু তাগড়া হাট্টা গাট্টা আশা করেছিলাম কিন্তু কিছুক্ষন যেতে না যেতেই বুঝা যায় শের খা কতটুকু কাঁপন ধরাতে পারে শরীরে মনে। তবে বানরের রাজা কিং লুই একটু বেশিই বড়সড় হয়ে গেছে মনে হলো প্রয়োজনের তুলনায়। সবথেকে সুন্দর জিনিস হলো , বইয়ের সাথে স্ক্রিপ্টের মানান্সই রদবদল। খুব বেশি পরিবর্তন না করে কিপ্লিঙ্গের নিজের লেখা ডায়ালগ গুলো শের খা, বালুর মুখে দিয়ে দেওয়াটা আমার মতো বুক গিকের জন্য শান্তির ব্যাপার ছিল। কিন্তু সিনেপ্লেক্সের আসেপাশে ঘুরে কেন জানি মনে হলো মুভিটা নিয়ে তেমন হাইপ নেই যেমনটা হওা উচিত।
আমাদের দেশে বাচ্চাদের মুভি বানানো হয় কম, বাইরে থেকে বিশেষ ফেস্টিভাল ছাড়া ভাল মুভি আনাও হয় কম। এনিমেটেড যা আনা হয় তা কেন জানি সাধ থাকলেও সাধ্যের সাথে মানানসই লাগেনা আমার নিজের কাছে। সেদিক দিয়ে এই সিনেমাটা ১০৫ মিনিটের হলেও পুরোপুরি পয়সা উসুল লেগেছে। হিংসা করেছি আজকে হলের প্রত্যেকটা মানুষকে যারা জাঙ্গাল বুক পড়েনি, বা আগে এর কার্টুন দেখেনি, যারা কাহিনিটা জানেনা। খুব অল্প মুভি থাকে যা বড় এবং ছোট দুই বয়সের জন্য বানানো হয়, এবং তা বইয়ের মুভি এডাপ্টেশন হলে বইকেও ছাপিয়ে যাবার ক্ষমতা রাখে।জাঙ্গাল বুক নিঃসন্দেহে সেদিক দিয়ে উতরে গেছে ভালভাবে।আর আমরা যারা নব্বই দশকের বাচ্চাকাচ্চা ছিলাম তাদের জন্য ছোটবেলাটাকে ১০৫ মিনিট ধরে চোখের সামনে নিয়ে আসার এই সুযোগ মিস করা মনে হয়না ঠিক হবে। আর গুনগুনিয়ে 'bare necessities' গাওয়ার কথা না হয় থাক! -
"Look for the bare necessities
The simple bare necessities
Forget about your worries and your strife
I mean the bare necessities
Old Mother Nature's recipes
That brings the bare necessities of life।"
(এটা ঠিক রিভিউ নাকি জানিনা, বেশি উচ্ছ্বসিত মুভি দেখে, তাই এনার্জি থাকতে থাকতে গ্রুপে প্রথম পোস্ট দিয়েই ফেললাম। নিজের ভাল লাগার জিনিস দশজনের মাঝে ছড়িয়ে দেবার আনন্দ তো আলাদারকম, তাইনা? )
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০১