#ঘটনা_১
দিলু সোফায় বসে বসে স্ট্যাটাস দিচ্ছেঃ-
লাভ ইউ মা। লাভ ইউ সো মাচ। হ্যাপি মাদার্স ডে।
অনেক ভালোবাসি মা তোমাকে। আমার জীবনের চেয়েও বেশি। তোমার কথায় আমি আমার জীবন বিলিয়ে দিতেও দ্বিধাবোধ করবো না মা।
তুমি আমার লক্ষী মা.......
এমন সময়ই দিলুর মা এসে বললো, যা তো বাবা দোকান থেকে ১কেজি আলু এনে দে।
তখন দিলু রেগে মেগে বলে উঠলো, আহ!! তোমার জ্বালায় আর বাঁচিনা। শান্তিতে একটু বসতেও দিবেনা। যত্তসব.........
#ঘটনা_২
মা দিবসে রাহাত সাহেব, মা দিবস নিয়ে আয়োজিত অনুষ্টানে খুব আবেগপ্রবণ বক্তৃতা দিলেন। সবার চোখে পানি চলে আসলো।
কিন্তু সেই রাহাত সাহেবের মা ই বৃদ্ধাশ্রমে। বউকে ভালোবেসে বউয়ের শান্তির জন্য মাকে বৃদ্ধাশ্রমে পাঠাইছেন তিনিই।
#ঘটনা_৩
ইকবাল সাহেব মাকে নিয়ে বই বের করেছেন মা দিবস উপলক্ষ্যে। সেখানে অনেক গণ্যমান্য লোকরা এসেছেন। ইকবাল সাহেব বাহবা পেতে লাগলেন। পেলেন মানুষের হাত তালিও।
কিন্তু সেই ইকবাল সাহেবই বিয়ে করে বউকে নিয়ে শশুর বাড়ি থাকেন মায়ের অশান্তি যেন তাকে ছুতে না পেরে সেজন্য। বউয়ের শান্তির জন্য।
#ঘটনা_৪
মাসুদ সাহেব প্রবাসী। অনেক টাকা ইনকাম করেন। সেখানে বসে তিনি মা দিবসে ফেবুতে এমন স্ট্যাটাস মারছে যে পাব্লিক আবেগে কাঁন্তে কাঁন্তে হাইজ্ঞা দিছে।
কিন্তু সেই মাসুদ সাহেবই প্রবাস জীবনের ৫ বছরে একদিনও মায়ের খুঁজ নেয়নি। টাকা পাঠাবে দূরের কথা। উনি ভুলেই গেছে যে উনার মা জায়গা জমি বিক্রি করে উনাকে বিদেশ পাঠিয়েছিল।
এই হলো আমাদের ববর্তমান সমাজের অবস্থা। গল্পের চরিত্র গুকি কাল্পনিক কিন্তু এমব ঘটনা এখন প্রতিনিয়ত শোণা যাচ্ছে।
বড়ই অদ্ভুত এই সমাজ আর এই সমাজের মানুষগুলা। জানিনা কোন বিবেকে তারা এসব করে। তবে এটা জানি এরা মানুষ নামক পশু।
এদের জন্যই শত শত মা আজ বৃদ্ধাশ্রমে। এরাই মাকে শুধু দিবসে বন্ধী করে রেখেছে।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৬ দুপুর ১:১৪