রাত যত গভীর হয়,তত বেশি উন্মুক্ত হয় আমার আকাশ,
হারিয়ে যাওয়া শব্দগুলো অলিখিত কবিতা হয়ে আবারো লুকোচুরিতে মাতে
হৃদয়ের গহীন প্রকোষ্ঠের ভীষণ আবেগী গল্পগুলো আবারো আছড়ে পরে পুরোনো ডায়েরির পাতায়,
অসমাপ্ত আলাপ নিয়ে তারাগুলো আবারো পসরা সাজায় আমার আঙ্গিনায়,
কলমি লতার ফাঁকে ফাঁকে লুকিয়ে লুকিয়ে শ্রোতা হয় সব জোনাকিরা!!
রাতের নিশ্চুপতার নিমগ্নতায় অবোধ সব অনুভূতিরা আবারো হানা দেয়,
নিশাচরেরা বেরিয়ে পরে আপন খোঁজে,
আমি তাদের আজন্ম সঙ্গী;
'সুখ' পাখিটার অস্ফুট কোন শব্দের মায়ায় হন্যে হয়ে আমিও হারিয়ে যাই,
কোন এক অদৃশ্য রাজপথে!"
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০২০ সকাল ১১:৪৫