কোন এক মধ্যরাতে জুঁই ফুলের শুভ্র সফেদ খুশবু চাই তোমার তরে,
সফেদ শুভ্র সেই খুশবু ছেয়ে যায় যেনো কোন এক প্রশান্ত আত্মা পরে!!
আসমানী সফেদ সিতারা হয় যেন তাতে দিশেহারা, খুশবু ছড়িয়ে দেয় যেনো সে চারি ধারে!!
শেষ রাতের আধাঁরে মোড়া সফেদ শুভ্র আভাটা দিয়ো মোরে,
হারিয়ে যেতে যেতে ছুঁয়ে দিতে চাই তোমার রহমতের সেই সফেদ চাদরটারে!!
এক পৃথিবী সফেদ শুভ্র ভালোবাসা রেখে দিতে চাই এই ধরণীর তরে,
পায় যেনো সে আন্তরিক সন্তষ্টি আরশে আজীমের স্রষ্টার পরে!!
আগমনী পথে পাই যেন সম্ভাষণ কোন এক সফেদ ফুলের শুভ্র খুশবুর,
রহমতের ফেরেশতারা গায় যেনো প্রশস্তি সেই শুভ্র প্রশান্ত আত্মা তরে!!
প্রশস্তি গাঁথা ধ্বনিত হয় যেনো তার সেই প্রশান্ত আত্মার তরে,
” হে প্রশান্ত আত্মা, ফিরে চল তোমার রবের তরে সন্তুষ্টুচিত্তে”!!
সফেদ শুভ্রতায় ভরপুর, প্রশান্ত এক আত্মা চাই শুধু আজ তোমার তরে!!
কোন এক মধ্যরাতে জুঁই ফুলের শুভ্র সফেদ খুশবু চাই তোমার তরে,
সফেদ শুভ্র সেই খুশবু ছেয়ে যায় যেনো কোন এক প্রশান্ত আত্মা পরে!!
আসমানী সফেদ সিতারা হয় যেন তাতে দিশেহারা, খুশবু ছড়িয়ে দেয় যেনো সে চারি ধারে!!
শেষ রাতের আধাঁরে মোড়া সফেদ শুভ্র আভাটা দিয়ো মোরে,
হারিয়ে যেতে যেতে ছুঁয়ে দিতে চাই তোমার রহমতের সেই সফেদ চাদরটারে!!
এক পৃথিবী সফেদ শুভ্র ভালোবাসা রেখে দিতে চাই এই ধরণীর তরে,
পায় যেনো সে আন্তরিক সন্তষ্টি আরশে আজীমের স্রষ্টার পরে!!
আগমনী পথে পাই যেন সম্ভাষণ কোন এক সফেদ ফুলের শুভ্র খুশবুর,
রহমতের ফেরেশতারা গায় যেনো প্রশস্তি সেই শুভ্র প্রশান্ত আত্মা তরে!!
প্রশস্তি গাঁথা ধ্বনিত হয় যেনো তার সেই প্রশান্ত আত্মার তরে,
” হে প্রশান্ত আত্মা, ফিরে চল তোমার রবের তরে সন্তুষ্টুচিত্তে”!!
সফেদ শুভ্রতায় ভরপুর, প্রশান্ত এক আত্মা চাই শুধু আজ তোমার তরে!!
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৯ ভোর ৫:৩৬