বাঙালী পাকিস্তানে গেছে।
মধ্যরাত, প্রায় নির্জন লাহোর রেইলষ্টেশনে অপেক্ষা করছে ট্রেনের জন্য। সঙ্গে ইয়া বড় ব্যাগ। বারেবারে ঘড়ি দেখছিল সে।
এতোক্ষণ ধরে তাকে খেয়াল করছিল এক পাকিস্তানী। ট্রেন এসে থামা মাত্র বাঙ্গালী ব্যস্ত হয়ে পড়লো ব্যাগ ট্রেনে উঠাতে, অত্যন্ত ভারী হওয়ায় উঠাতে পারছে না।
পাকিস্তানি এক ঝটকায় ব্যাগ তার হাতে নিয়ে উঠিয়ে লোকটাকে বলে,
-"ভুখা বাঙালী! রুটি খা রুটি! শক্তি হোগা!"
বাঙালী চুপ করে থাকে
এবার ট্রেনে উঠার পর উপরের তাক এ ব্যাগ উঠাতে গিয়ে আবারো গলদঘর্ম হচ্ছিল বেচারা বাঙ্গালী।
আবার পাকিস্তানি হ্যাচকা টানে ব্যাগ নিয়ে তাক এর উপড়ে রেখে ধিক্কার দিয়ে বললো-
-"শালে বাঙ্গালী! রুটি খা রুটি! হিম্মত হোগা!"
বাঙ্গালী চুপ!
এবার বাঙ্গালী ট্রেইন থামানোর ইমার্জেন্সী শিকল থাকে সেটা ধরে টানাটানি ঝুলাঝুলি করার অভিনয় করে বিনম্র লজ্জিত মুখে মাথা নাড়িয়ে চোখের ভাষায় সাহায্য চাইলো।
অবজ্ঞা ভ'রে এক হাত দিয়েই আলতো টানে শিকল টেনে ট্রেন থামিয়ে দিল পাকিস্তানী। আর সাথে একই উপদেশ-
-যাবতাক ভাত খাবে বাঙ্গাল
তাবতাক তারা রয়ে যাবে কাঙ্গাল!
........কিছুক্ষণের মধ্যেই ট্রেনের টিটি এসে অযথা শিকল টেনে ট্রেন থামানোর অপরাধে ৩০০ রুপি জরিমানা নিয়ে যায় পাকিস্তানীর কাছ থেকে।
বাঙ্গালী এইবার মুচকি হাইসা শুদ্ধ আঞ্চলিক বাংলায় বলে-
""হালার্পু! ভাত খা ভাত! বুদ্ধি হইবো!""
----------------------
মুরালোব্দা ইশ্'টরিঃ এব্রি মুটা ইজ'নটে পুলিসিনিছ্পেক্টর।
অনুবাদ- মুটা হৈলেই দারোগা হয় না!