বিবর্তনতত্ত্ব বেশিরভাগ মুসলিমই অস্বীকার করেন। অথচ বিবর্তন একটি নিয়ত ঘটমান সন্দেহাতীত সত্য ব্যাপার। একে অস্বীকার করার কোন উপায় নেই।
যারা মুসলিম হয়েও বিবর্তন অস্বীকার করেন তারা নিশ্চই কোরআন-হাদিস মানবেন। এবার তাহলে চলুন একটু ষ্টাডি করি।
১) মহাবিশ্বের গঠন প্রক্রিয়া সম্পর্কে কোরআনে বলা হয়েছে "আকাশ মন্ডলী প্রথমে একত্রিত ছিল, আমি তা প্রসারিত করে দিলাম" বিগ ব্যাং যাকে বলা হয়।
২) আদম আঃ কে মাটি থেকে তৈরি করা হয়েছে, হাওয়া আঃ কে তার হাড় থেকে। মাটি হচ্ছে পৃথিবী গ্রহের উপাদান আর পৃথিবী হচ্ছে মহাবিশ্বের একটি ক্ষুদ্র অংশ যা পূর্বে অন্যান্য সব নক্ষত্র-নীহারিকা'র সাথেই একাকার ছিল। অর্থাৎ বিগ ব্যাং থেকেই আমাদের শুরু!
৩) হাদিস শরীফে বলা হয়েছে আদম আঃ বর্তমান মানুষের প্রায় ষাট হাত সমান উচ্চতা সম্পন্ন ছিলেন। তা থেকে নিশ্চিত করে বলা যায় হাওয়া আঃ ও প্রায় তার সমান আকৃতিসদৃশ ছিলেন।
তার বংশধর আপনি-আমি যার তুলনায় প্রায় দশ গুন ছোট।
এটা কি সুস্পষ্ট বিবর্তন এর উদাহরণ নয়????
আল্লাহ পৃথিবীর সব কিছুই মাধ্যম নির্ভর করে পরিচালিত করেন মিরাকল বা অলৌকিকতা নির্ভর নয়।
কোরআান শরীফে মানুষকে "হিকমত" সহকারে জীবনযাপন করতে বলা হয়েছে। হিকমত অর্থ টেকনিক/টেকনোলোজি/জ্ঞানের প্রয়োগ!
আপনি-আমি যদি কথা না মেনে উল্টো অজ্ঞানতার পথে হাটি.... মোটেও ভাল জিনিস হবে কি সেটা?
কোরআনে বলা হয়েছে "নিজেকে জানো"। নিজের প্রথম অস্তিত্ব হচ্ছে দেহ। স্রষ্টা বিশ্বাসী হয়েও আপনি আমি জানি নি/জানতে চেষ্টাও করিনি। চেষ্টা করছে স্রষ্টায় অবিশ্বাসীরা। এবং তারা সফলও হচ্ছে! তাদের আবিষ্কৃত পদ্ধতিতেই আমাদের বুক খুলে বিকল হওয়া হার্ট মেরামত করতে হয়!
এক সময়ের বিজ্ঞান বলত পৃথিবী থালার মত চ্যাপ্টা, তারপর বল্ল পৃথিবী গোল, আধুনিক বিজ্ঞান জানে পৃথিবীর আকৃতি ডিমের মত। সংশয়বাদ খুবই ভাল জিনিস। সংশয়বাদীরা সত্য খুঁজে। তারা প্রথমেই হয়তো চুরান্ত সত্যটা খুঁজে পায় না, একদিন না একদিন ঠিকি পাবে।
আপনি আমি না খুঁজি, যারা অনুসন্ধিৎসু তাদের অনুসন্ধান বন্ধ করে দিতে চেয়েন না যেন। তাদের খুঁজতে দিন.....
আইএস, বোকোহারাম এর পথ-মতকে ধর্মের আসল রূপ ভেবে পশ্চিমারা যেমন আপনাদের সন্ত্রাসী হিসেবে সাব্যস্ত করেছে। মুসলিম শুনলেইই ঘৃণার দৃষ্টিতে তাকায় তারা আজকাল।
অনেকটা একইভাবে আপনার মনগড়া কথা শুনেও একেই ইসলামের বক্তব্য মনে করে অসংখ্য যুক্তিবাদী মানুষ আজ অবিশ্বাসী হয়ে যাচ্ছে। বিশ্বাস করে নিচ্ছে ধর্ম মানেই কুসংস্কার আর বর্বরতা।
তাদের দায়িত্বটা কী নিবেন আপনি???
_
_
(রেফারেন্স গুলো চাইলে একটু সময় লাগবে -খুঁজে দিতে পারবো)
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৭