ভালই রাত হয়েছে। মেয়েটা বাড়ি ফিরছে। রাস্তাটা রাত দশটার বাজার আগেই খুব নির্জন হয়ে যায় এদিকটায় । হঠাৎ পিছন থেকে জামা ধরে টান দিয়ে থামিয়ে সরাসরি বিছানায় যাওয়ার প্রস্তাব দেয় প্রায় চল্লিশ বছর বয়সী লোকটা।
আকস্মিকতায় বোবা হয়ে যাওয়া মেয়েটির সম্ভিত ফিরতেই দৌড়াতে শুরু করে। দৌড়ে পালাতে পারে না সে, ধরে ফেলে পিছন থেকে। মেয়েটির প্রতিহত করার কোন চেষ্টাই কাজে আসছিল না প্রকান্ড শরীরের দানবটার কাছে। জোর জবরদস্তির এক পর্যায়ে এক প্রকার জোর করেই কোলে তুলে পাশের পার্কে নিয়ে যায় এবং হিংস্র বাঘের মত ঝাপিয়ে পড়ে মেয়েটির উপর। প্রায় বিবস্ত্র আর দাত নখের আঁচড়ে আক্রান্ত হয়ে অগত্যা মেয়েটি তার দুই পায়ের ফাঁকে ফেলে পা দিয়েই লোকটিকর গলা সজোরে চেপে ধরেন এবং শ্বাসরোধ হয়ে লোকটির মৃত্যু হয়।
অল্প কিছুদিন আগের ইংল্যান্ডের নর্থ ইষ্ট এর দিকে ঘটা ঘটনা এটা। মেয়েটিকে নাকি পরে আদালত পুরস্কৃত করেছিল সৎ সাহসিকতার জন্য।
ধর্ষণকামী কিছু মানসিক রোগী থাকে আমাদের আশেপাশেই থাকে।
শালীনতার মাপকাঠি অথবা সব পুরুষের ধর্ষন প্রবৃত্তি নিয়ে ঢালাও ভাবে একে অন্যের দোষারোপ আর কাঁদাছোড়াছুড়ি করে লাভ নেই।
রাস্তায় পাগলা কুকুরের হাত থেকে বাঁচতে যেমন সাবধানে থাকতে হয়, এই সব স্যাডিষ্ট দের কাছ থেকেও সাবধানে হয়।
আমি ছোট ছিলাম তখন। ভাইয়া শাউলিন কুংফু (মার্শাল আর্ট) শিখতো একজন উস্তাদ এর কাছ থেকে। আশ্চর্যজনক ভাবে তাকে দেখতে অবিকল তখনকার বিখ্যাত টিভি সিরিজের রবিনহুড এর মতো লাগতো! আমি চেয়ে চেয়ে দেখতাম কিভাবে হুইজ! হুইজ! হুংকার করে একদল কিশোর পাঞ্চ/কিক গুলো প্র্যাক্টিস করতো। সবার চোখে প্রবল আত্মবিশ্বাস আর মুখে সবার একই সাথে বাঘের মত গর্জন করে করা কসরত গুলো এখনো অতীতে হারিয়ে দেয় আমাকে। সাথে ছিল আরো ভাড়া করে আনা টেইপ ওয়ালা ভিডিও ক্যাসেটে ব্রুস লী/জ্যাকি চ্যান এর দুর্দান্ত সব কার্যকলাপ- আর তাতে কি শিহরণ ছিল লিখে বোঝানো যায় না আসলে!
ধ্যাৎ! প্রসং ঘুরে যাচ্ছে................আরেকদিন লিখবো নে সেইসব নিয়ে।
এখন অনুভব করি ছেলেদের তো অবশ্যই; বর্তমানে প্রতিটা মেয়েরই আরো দ্বিগুণ উচিত সেলফ ডিফেন্স/মার্শাল আর্ট রপ্ত করা। মার্শাল আর্ট জানাটা কিন্তু শুধু শারীরিক ভাবে ভাল বা নিজেকে রক্ষার জন্যই নয়। এই বিদ্যা প্রতিটি মানুষেরই প্রবলভাবে আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় যা জীবনের অন্যান্য ক্ষেত্রেও সফলতার নিয়ামক হিসেবে কাজ করে। যা আমাদের মেয়ে/বোন গুলোর প্রচন্ডভাবে প্রয়োজন ঠিক এই মূহুর্তে!
হ্যাপি ঢিসুম ঢিসুম
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২২