১। পুলিশগুলা সব মন্চের পিছে বা সমাবেশে ঢুকার পয়েন্টে বসে আছে। হুজুরগুলা সমাবেশের আসে পাশে হিউমেন চেইন বানিয়ে নিজেদের নিরাপত্তা নিজেরাই দিতেছে।
২। ভলান্টিয়াররা বলতেছে, প্রচুর পরিমানে কলা-পানি-বিস্কুট-ফল থাকা সত্বেও সাথের মুসলিম ভাইয়ের কথা চিন্তা করে প্রয়োজনের বেশি কেউ নিচ্ছে না।
৩। ট্রাক থেকে বিস্কুটের কার্টন থেকে অনেক গুলা প্যাকেট ঢেলে দিলো বসে থাকা মোল্লাদের মাথায়। সবাই যে যার মত লুফে নিলো। ভাবলাম খাবে। ওমা, দেখি প্যাকেট নিয়ে পাশের জনকে সাধে। সবাই সবাইকে সাধতেছে। এরপর একজন বাধ্য হয়ে প্যাকেট নিলো। প্যাকেট খুলে প্রথম বিস্কুটটা পাশেরজনকেই সাধলো!

৪। ১৩ দফা দাবীর পক্ষে গনস্বাক্ষর অভিযান চলছে বাইতুল মোকার্রমে।
পুনশ্চঃ একজন লীগার মারা গেছে। হেফাজতের ধর্মপ্রান মুসলমানের ভীড়ে কয়েকটা শূয়র শিবির যে থাকবে না সেটা অসম্ভব ব্যাপার।
(হেফাজতের ভেতর শিবিরের স্লোগান ‘ব্লগার ধর, জবাই কর’। এসব স্লোগান দেয়ার সময় কওমী মাদ্রাসার ছাত্ররা এ স্লোগান দিতে বারণ করে। তারা বলে, ‘‘আল্লারওয়াস্তে এ স্লোগান দিয়ে এটাকে বিতর্ক করবেন না।’’ - banglanews24.com)
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৮