চোখ দুটোই সাবার আগে দৃষ্টি কাড়ে। অপার বিস্ময়ে সে দেখে তার
মায়ের বান্ধবীদের। এতোগুলো আন্টিকে এর আগে সে একসাথে দেখেনি।
আমাদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায় কে আগে এই জ্যান্ত পুতুলটাকে
কোলে নেবে তা নিয়ে । আর ছোট্ট রুপ তার সদ্য ওঠা চারটা দাঁত
বের করে হাসে। কিন্তু তার হাসি ক্যামেরাবন্দী করা যায়নি। ছবি
তুলতে গেলেই সে হাসি থামিয়ে চোখ বড় বড় করে ক্যামেরার দিকে
তাকায়।
অনেক অনেক আদর তোমার জন্য রুপুসোনা।