স্পোর্টস ডেস্ক, ওপেন নিউজ টোয়েন্টিফোর ডটকম (০৮ অক্টোবর) : স্প্যানিশ লা লিগার সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ প্রথম ‘এল ক্লাসিকো’ ২-২ গোলে ড্র হয়েছে। ন্যু ক্যাম্পে রোববারের ম্যাচে বার্সেলোনার ও রিয়াল মাদ্রিদের পক্ষে জোড়া গোল করেন লিওনেল মেসির এবং ক্রিস্টিয়ানো রোনালদো। ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে লিওনেল মেসির বার্সেলোনা। আগের ছয় খেলায় জয় পাওয়া বার্সা এই প্রথম পয়েন্ট হারাল। সমান খেলায় ১১ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে এসেছে রিয়াল।
উত্তেজনাপূর্ন এ ম্যাচে শুরুতে বেনজামা সহজ সুযোগটি নষ্ট না করলে ১৪ মিনিটেই এগিয়ে যেতে পারতো রিয়াল। রোনালদোর নিখুঁত ক্রস বক্সে বেনজামাকে পেলেও তাড়াহুড়ো করে বাইরে মারেন বেনজামা। সে সময় গোলরক্ষক ভিক্টর ভালদেজ ছাড়া তার সামনে কেউই ছিলেন না। মিনিট ছয়েক পরে রোনালদোর কর্নার থেকে রামোস আবারো সুযোগ পান কিন্তু হেড লক্ষ্যে না পৌঁছায় সে যাত্রায় বেঁচে যায় বার্সা। ২৩ মিনিটে এল ক্লাসিকোয় টানা ছয় ম্যাচে গোল করে রোনালদো রিয়ালকে এগিয়ে নেন।
পিছিয়ে পড়ে জেগে উঠে কার্লোস পুয়োল ও জেরার্ড পিকের মত প্রথম পছন্দের দুই ডিফেন্ডারকে ছাড়া খেলতে নামা বার্সা। স্বাগতিকদের সমতা ফেরানো গোলটি পরিকল্পিত কোনো আক্রমণ থেকে আসেনি। পেপে হেড করে বল ক্লিয়ার করতে গিয়ে উল্টো মেসিকে সহজ সুযোগটি তৈরি করে দেন। বক্সে আলগা বল পেয়ে ইকর ক্যাসিয়াসকে পরাস্ত করতে কোনো ভুল করেননি মেসি। দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে ফ্রিকিক থেকে মেসির দর্শনীয় গোলে এগিয়ে যায় বার্সা। বামদিকে ঝাঁপিয়ে পড়েও ক্যাসিয়াস বলের নাগাল না পেলে ২-১ গোলে পিছিয়ে পড়ে গত আসরের চ্যাম্পিয়নরা। সমতা ফেরাতে বেশিক্ষণ সময় নেয়নি রিয়াল। বার্সার ডিফেন্ডারদের বোকা বানিয়ে ওজিলের বুদ্ধিদীপ্ত পাস থেকে আলতো টোকায় ৬৬ মিনিটে ভালদেজকে পরাস্ত করতে কোনো সমস্যা হয়নি রোনালদোর। এরপর বেশ কয়েকটি সুযোগ তৈরি করে বার্সা। ৮৯ মিনিটে মনটোয়ার শট ক্রস বারে ও দুই মিনিট পর পেড্রোর শট লক্ষ্য ভ্রষ্ট হলে ড্র লিগে প্রথম পয়েন্ট হারায় বার্সা।