ভালো থাকার কম্বিনেশনটা স্যুট করছে না কোনভাবেই...!!!!
ভাল আছি! নিত্যদিনের মিথ্যা বলার একটা প্রচলিত বাক্য। কেন বলছি? কোন ধারনা ছাড়া অবশ্যই বলছি না। যেভাবেই দিনাতিপাত হোক না কেন, কেউ জানতে চাইলে আমরা অনেকটা নিজের অজান্তেই একটা মিথ্যা অথবা সত্য বলে ফেলি। আছি ভালো! অাসলেই কি তাই?
আমার মতে, "এটা অনেকটা কাউকে ভাল নেই বলতে স্বাচ্ছন্দ্যবোধ করি না তাই। ভাল নেই কথাটায় আমার কাছে নিজের দুর্বলতার প্রকাশ বলেই মনে হয়। তাছাড়া প্রাইভেসি নামক একটা কথা আছেতো তাই।"
অসহায় একটা অবস্থা .....
কখন, কিভাবে জীবনের পরিবর্তন আসে কেউ বলতে পারে না। আমার মনে হয় পরিবর্তিত হতে খুব বেশী সময় নেয় না। আমার ক্ষেত্রেও একই রকম হয়েছে, হচ্ছে।
অসহায়ের মত হয়ে আছি। যেন কিছুই করার নেই। আসলেও কিছুই করার নেই। কিছু করার থাকলে অনেক আগেই করে ফেলতাম। কিন্তু হায় বিচার না পাওয়া বাদীর মতো বলতে হচ্ছে "এর বিচার আল্লাহ করবে"।
এই পৃথিবীতে সবচেয়ে যাকে ভালবাসি তাকেই তো আল্লাহ তার কাছে নিয়ে গেছেন। দু'হাতের উপর তাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে দেখেছি। নিজের সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করেছি। আমি অসহায়ের মত চেয়ে চেয়ে দেখছি। খুব কষ্ট হচ্ছিল কিনা মনে নেই। তবে, মেনে নিতে পারিনি অথচ কিছুই করার ছিল না, এখনও নেই আমার।
বাবাকে হারানোর কষ্টটা খুব সহজ নয়...........
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৯