অতি সম্প্রতি দুইটি মুভি দেখলাম। কলকাতা বাংলা গোয়েন্দা মুভি সচরাচর ভাল লেগেই থাকে। ছোট বেলা থেকেই ফেলুদা এবং বোমকেশ দেখতে দেখতে গোয়েন্দা প্রীতি একটু বেশিই বেড়ে গেছে । অনেক খুজে দুইটি মুভি কালেক্ট করেছি।
১। বোমকেশ বক্সি - শজারুর কাটা
২। সমরেশ বসুর শিশুতোষ গোয়েন্দা - গোগলের কীর্তি।
শজারুর কাটা যেন বোমকেশ এর নতুন এক সংস্করন। মুভি দেখার আগে আমি কল্পনাই করতে পারিনি বোমকেশ কে এভাবে উপস্থাপন করা যায়।এ মুভিটি একজন সিরিয়াল কিলার কে নিয়ে যে কিনা শজারুর কাটা দিয়ে মানুষ খুন করে থাকে। বিস্তারিত বলাটা সমিচীন হবে না কারন গোয়েন্দা কাহিনী ফাস করে দিলে মুভি দেখে মজা পাওয়া যায় না।
গোগলের কীর্তি হচ্ছে গোয়েন্দা গোগলের সিকুয়াল। মুভিটা দেখে ভাল না লাগলেও খারাপ লাগবেনা। তবে শিশুরা দেখলে নিশ্চয় মজা পাবে।
দুইটি মুভি আমি ইউটিউবে আপ্লোড করেছি। মুভি দুইটা আর কোথাও পাবেন না। আমি লিংক দিয়ে দিচ্ছি। দেখতে ইচ্ছা থাকলে ডাউনলোড করতে পারেন । কবে আবার কপিরাইট ক্লেইম এর কারনে ডিলিট করে দেয় বলা যায় না।
শজারুর কাটা
গোগলের কীর্তি
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬