বর্ষা কালে বৃষ্টি হয় কেন ? এবার বর্ষা শেষ হয়ে যাচ্ছে তারপরেও বৃষ্টি হচ্ছে না কেন ? এসব প্রশ্নের উত্তর আমরা বিভিন্ন পত্রিকা বা আবহাওয়া অধিদপ্তরের মাধ্যমে জানতে পারি যে মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে প্রবল বৃষ্টিপাত হচ্ছে অথবা মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় নয় এজন্য এখনো বৃষ্টিপাত হচ্ছে না। আমাদের মনেও ছোটবেলা থেকেই প্রশ্ন জাগতো কি এই মৌসুমি বায়ু। সত্যিকার অর্থে আমরা মৌসুমি বায়ু সম্পর্কে কতটা জানি!
Mausum আরবী শব্দ যার অর্থ Season, বাংলায় মৌসুম । শীতকালে বাংলাদেশের পূর্ব দিক হতে বায়ু প্রবাহিত হয়। কিন্তু বর্ষাকালে পশ্চিম দিক হতে বায়ু প্রবাহিত হয়। মূলত বায়ু প্রবাহের দিকের এই সিজনাল পরিবর্তন ও বর্ষাকালের উপর এই বায়ুর প্রবল প্রভাবের কারনে বর্ষাকালের বায়ুকে মৌসুমি বায়ু বলা হয় (শীতকালের বায়ুও কিন্তু মৌসুমি বায়ু)। ইংরেজীতে যাকে Monsoon বলা হয়।
বর্ষাকালে সূর্য লম্বভাবে উত্তর গোলার্ধে কিরণ দেয় যার ফলে বাংলাদেশ, ভারত তুলনামুলক বেশি উত্তপ্ত হয় এবং নিম্নচাপ সৃষ্টি হয়। অন্যদিকে দক্ষিন গোলার্ধে উচ্চচাপ বজায় থাকে। বায়ু সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলে প্রবাহিত হয়। এই সময় মাদাগাস্কার দ্বীপপুঞ্জের মাস্কেরেনে দ্বীপ (উচ্চচাপ অঞ্চল) থকে বায়ু উত্তর গোলার্ধে প্রবাহিত হয়। যাত্রাপথে বায়ু সোমালিয়ান পাহারি অঞ্চলে বাধা পেয়ে দক্ষিন-পশ্চিম দিক হতে প্রবাহিত হয় আরব সাগরের উপর দিয়ে। যা ভারতের দক্ষিন অঞ্চলের উপর দিয়ে বংগোপসাগর হয়ে বাংলাদেশে প্রবেশ করে।বিপুল জলরাশির উপর দিয় আসার সময় বায়ু অনেক জলীয় বাষ্প সংগ্রহ করে যা বর্ষাকালে বৃষ্টিপাত ঘটায়।
শীতকালের ক্ষেত্রে , বায়ু পূর্ব দিক থেকে আসে বিধায় পর্যাপ্ত জলীয় বাষ্প পায় না তাই বৃষ্টি কম হয়।
সক্রিয়তাঃ যখন বাংলাদেশের বিভিন্ন যায়গায় বায়ুচাপের পার্থক্য বেশি থাকে তখন বায়ুর গতিবেগ বৃদ্ধি পায় যা বেশি জলীয় বাষ্পের যোগান দেয় ও বৃষ্টি বেশি হয়। এই সময় বলা হয় মৌসুমি বায়ু সক্রিয় আছে।
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৫৭