প্রথমেই আসি হুমায়ন আহমেদের " দেবী " উপন্যাস নিয়ে । হুমায়ন আহমেদের মিসির আলী যারা পড়েছেন তাদের কাছে ''দেবী'' উপন্যাসটি অত্যন্ত জনপ্রিয় । রহস্যে ঘেরা এ উপন্যাস পাঠককে রহস্যের গভীরে নিয়ে যায় ,পাঠক সঙ্গী হয় রোমাঞ্চকর এক অদ্ভুদ ভ্রমনের ।
''দেবী'' উপন্যাসের ছোট করে একটু রিভিউ ---
রানু নববিবাহিতা। ঘরের বাইরে ও ভিতরে টের পায় কোনো একজনের অস্তিত্ব - সে এক কিশোরী। আগাম জানতে পারে কী ঘটতে পারে। আনিসের চোখে সে অপ্রকৃতিস্থ। সে যোগাযোগ করে মিশির আলির সঙ্গে। ঘটনাচক্রে আনিসও সন্দেহজনক শব্দ পায় - কিছু বুঝতে পারে না। সে রানুকে মিশির আলীর কাছে নিয়ে আসে। মিশির আলী রানুর কাছ থেকে তার অতীত জীবনের দুর্ঘটনা জানতে পারেন আর বুঝতে পারেন তার অডিটরি হ্যালুসিনেশন হচ্ছে। তিনি রানুদের দেশের বাড়ি গিয়ে খোজখবর শুরু করেন। নীলু রানুদের প্রতিবেশী এবং মিশির আলীর ছাত্রী, যে একাকীত্বকে কাটানোর জন্য পত্রবন্ধুর দ্বারস্থ হয়, রানু তা স্বপ্নের মাধ্যমে জানতে পারে আর কিশোরীটি তাকে জানায় নীলুর খুব বিপদ - তাকে অপহরণ করে মেরে ফেলা হবে। রানু তা আটকাতে চেষ্টা করে। পারে কী? রানু, মিশির আলী আর নীলু - তিনজনেই এমন এক জীবন-মৃত্যুর চক্রে পড়ে যায় যেখান থেকে বেরিয়ে আসা অসম্ভব। অতীন্দ্রিয়তা আর যুক্তির মাঝে এ এক রহস্য।
হুমায়ন আহমেদের ''দেবী'' উপন্যাসের আলোকে তৈরী করা হয়েছে দেবী মুভি । ইউটিউবে "দেবীর" ট্রেইলার বের হয়েছে ।
দেবী ট্রেইলার
আমি সব কিছু বলে দিতে পারি। আমি যা বলি, সব সত্য হয়" - রানু
এবার তাহলে শুরু হোক সত্য উদঘাটনের পালা।
ট্রেইলার দেখে মনে হচ্ছে আমরা একটা মাষ্টারপিস মুভি পেতে চলেছি ।
ছবিটির ডিরেক্টর 'আনাম বিশ্বাস " ।সিনেমাটিতে রানু চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। সরকারি অনুদানের এ সিনেমার সহ-প্রযোজনা করছে এ অভিনেত্রীর প্রতিষ্ঠান সি তে সিনেমা। রানুর হাজবেন্ড আনিসের চরিত্রে "অনিমেষ আইচ'' । মিসির আলীর চরিত্রে আছেন "চঞ্চল চৌধুরী " ।তাকে নিয়ে নতুন কিছুর বলা নেই । চঞ্চল চৌধুরীর অভিনয়ের ঝলক আরেকবার আমরা দেখতে যাচ্ছি ।
এছাড়াও আহমেদ সাবেত নামক চরিত্রে আছেন "ইরেশ যাকের '' আমার আরকেজন প্রিয় অভিনেতা ।নীলু চরিত্রে অভিনয় করবেন "শবনম ফারিহা " ।
ডিরেক্টর ও কাস্টিং আশানুরুপ নেয়া হয়েছে ।এখন হলে গিয়ে শুধু "দেবী'' দেখার অপেক্ষা । খুব শীঘ্রই আশা করি মুক্তি পাবে দেবী ।
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:২৫