শুক্লা দ্বাদশ এর আঁটিটা ছুঁড়ে ফেললাম
তোমার জানালার এক চিলতে আকাশের আঙিনায়;
টুপটাপ সাবড়ে দিলাম নক্ষত্রগুলো,
এঁটো বাদামের খোসার মত পড়ে রইলো উদাস ছায়াপথ।
মোড়ের ল্যাম্পপোষ্টে হেলাম দিয়ে আমি স্হির চেয়ে রইলাম তোমার ব্যালকনিতে।
পূণ্যবতী রমণী, তুমি তখন বড় ব্যস্ত তোমার পূণ্যের রমনে।
তাই আমি ভালোবাসার হাঁসটাকে প্রেম সরোবর থেকে তুলে এনে
রোস্ট করে খেলাম চুম্বনের সস্ মেখে।
তারপর এক পেয়ালা বিরহ বিষের সুরা পান করে
মরে গেলাম চিরতরে;
আর তোমাকে দিলাম অনন্ত প্রতীক্ষার শাস্তি।
... কেন তুমি বলেছিলে কথা ঐ যুবকের সাথে?
(রচনাকাল- বিস্মৃত)
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০০৯ রাত ১:২৫