সর্বভূক ঈর্ষা (কবিতা)
এক কামড়ে আঁধখানা চাঁদ খেয়ে
শুক্লা দ্বাদশ এর আঁটিটা ছুঁড়ে ফেললাম
তোমার জানালার এক চিলতে আকাশের আঙিনায়;
টুপটাপ সাবড়ে দিলাম নক্ষত্রগুলো,
এঁটো বাদামের খোসার মত পড়ে রইলো উদাস ছায়াপথ।
মোড়ের ল্যাম্পপোষ্টে হেলাম দিয়ে আমি স্হির চেয়ে রইলাম তোমার ব্যালকনিতে।
পূণ্যবতী রমণী, তুমি তখন বড় ব্যস্ত তোমার পূণ্যের রমনে। ... বাকিটুকু পড়ুন