গত জীবনের শেষে যখন দাঁড়িয়েছিলাম মৃত্যুর দ্বারে,
শেষবারের মত পিছু ফিরে আমি খুঁজেছি তোমায় ক্ষণিকের তরে।
ছিলেনা তুমি আমার অপেক্ষায় হায়;
জন্মান্তরের শেকলে বাঁধা আমি, আজো খুঁজে চলেছি তোমায়।
বিবর্ণ প্রহরগুলো ধুসর তুলিতে আঁকা,
দিকহারা পথিক, পথে একাকী চলতে থাকা;
একবুক অভিমান কান্না হয়ে রয়ে যায়।
ছিলেনা তুমি আমার অপেক্ষায় হায়;
জন্মান্তরের শেকলে বাঁধা আমি, আজো খুঁজে চলেছি তোমায়।
হারালো সব স্বপ্নগুলো হারিয়ে যাওয়া কোন গানের সাথে,
ছিলে তুমি পাশে আমার, ছিল তোমার ছোঁয়া আমার এই হাতে।
আগুনরাঙা সন্ধ্যায় আমি তোমার কাছ থেকে নেইনি বিদায়,
ফুরোলো একাকী পথ কেনও তবু শূণ্যতায়...
ছিলেনা তুমি আমার অপেক্ষায় হায়;
জন্মান্তরের শেকলে বাঁধা আমি, আজো খুঁজে চলেছি তোমায়।
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০০৮ রাত ১:২১