অহংকারগুলো ঝরে পড়ছে ঘাসের উপর
সাথে নিয়ে কাজল কালো নোনা চোখের জল!
আমি আড়মোড়া ভেঙে জেগে উঠলাম তাকিয়ে দেখি,
বিস্ময় ভরা পৃথিবী দু’বাহু প্রসারিত করে আহ্বান জানাচ্ছে-
আয় আয় ওরে আছড়ে পড় আমার বুকে-
এক এক করে খুলে ফেল আমার রহস্যের গুপ্ত দ্বার!
আর্তনাদগুলো ছোটাছুটি করে রোদের কিরণের সাথে-
ঊর্ধ্বশ্বাসে ছুটে বেড়ায় এখানে-ওখানে-সেখানে!
ছুঁয়ে যায় আমার অন্তরাত্মা !
ছুটছি- ভাসছি-ডূবছি!
তা র প র ----- !