অপরাহ্ণ পেরিয়ে
কদমেকদমে আধাঁর উঠে আসে নৈশ নগরীতে,
রেস্তোরায় জ্বলা মিটমিটে আলো
ছড়িয়ে চলে বিরামহীন দৃষ্টিকুহক।
আলো-ছায়ার ফুলঝুরিতে
গড়াগড়ি খায় অবচেতন পথের প্রদীপ,
নিখুঁত নির্জনতা উতরে যায় নির্ভয়ে।
আধাঁরের কামনায়
সবটুকু আলো মুছে
আমি আর আধাঁর মুখোমুখি অবশেষে।
আধাঁর গিলে খাই
কমতে থাকে রোদ্দুর নিঃশ্বাস।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:২১