অনন্ত আঁধারের পর
পৃথিবীর পুলক আলোয় ছুঁয়ে গেছো চোখ,
তন্দ্রা ভেঙ্গে মুখ থেকে বেরিয়ে আসা শব্দগুলো
সাক্ষী হয়ে গেছে শৈশবের।
পায়ে পায়ে মাড়িয়ে গেছো শৈশব
শাখা প্রশাখা মেলে বয়ঃসন্ধিকালে
চক্রাকারে বেড়ে জানান দিয়েছো প্রানশক্তির,
নিজস্ব স্বত্বার,
সময়ে প্রস্ফুটিত হয়েছো আরোহমান যৌবন
রুপ নিয়েছো ক্ষুধার্ত কন্ঠস্বরে।
এতো আয়োজন
হে জীবন
সল্প এ যৌবন
কতটা অবশিষ্ট তোমার?
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৭