বেশিরভাগ সময়ই
আমি ব্যক্তিগত কল্পলোকের ঝুল দোলনায় দুলতে থাকি,
রুদ্রচিত্তে একটা জীবন যেখানে বসে পার করে দেয়া যায় অনায়াসে।
কয়েক শতাব্দী পেরিয়ে গেছে
স্বনির্বাসিত কল্পলোকে আমি এখনো নবাগত।
অন্যদিকে মর্ত্যলোকে আমি বেজায় সংসারী,
জীবন নাটকের প্রধান চরিত্রগুলো আমার দখলে-
একাধারে সন্তান, প্রেমিক, স্বামী, পিতা সবকটি চরিত্রে সমান দক্ষতায় অভিনয় করে চলেছি।
মর্ত্যলোক থেকে কল্পলোক
কল্পলোক থেকে মর্ত্যলোক
চৌকাঠে চৌকাঠে একটি প্রশ্নের উত্তর খুঁজে বেড়াই,
যদি আমাকে পূর্বপুরুষ হতে হয়
আমি কেন কল্পলোকের পূর্বপুরুষ হতে চাই?
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:১১