একসাথে অনেক জীবনের সুখ বেশ ভালই লাগে,
সুর্যের সাথে শুরু হওয়া দিন
আকাশের মতন মুহুর্তেই বদলায়,
আমি ভাবি আমার সব বেলাতেই বসন্ত।
একযুগের সংসার শেষে
প্রাপ্তি বল, ত্যাগ বল
সবই আমার অভিধানের শব্দ বলে
কখনোই কিছু ধার নিতে হয়নি।
দিনের এ সময়টুকু সম্পুর্ন আমার বলেই
ফকফকে রোদে
প্রযেক্টরের আলোর মতন ভেসে বেড়ায় অতীত,
আমি হাসি, আমি জলে ভাসি
নিজের সাথেই।
এ সংসারের সবই আমায় আপন ভাবে,
আমি ভাবিনা।
কখনো এরা আমার হাতেই হয় ওলট পালট
ইচ্ছে করে শুধরে নেই আপনের সংজ্ঞা।
প্রায় বিকেলগুলো এখন ঝলমলে।
এখন আমি ভাল থাকতে জানি,
পরকেই ভাবতে পারি আপন
এটাই ভাল।
সন্ধে যায় পুতুলের সাথে,
ভাজে ভাজে হাত ধরে তারা নেমে আসে
বাক্স হতে-
আমি ব্যস্ত হতে হতে হারিয়ে যাই।
একমাত্র কলিংবেলের শব্দই আমায় ফেরায়
বোধকরি তুমি আছো-
সব আছে আগেরই মতন,
একটা শব্দই বদলে দেয় পৃথিবী।
আমি সংসারী হই পরবর্তি সকাল পর্যন্ত।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৭