তোমাদের এই শহরের প্রতিটি শব্দই উত্তপ্ত
এরা খুব সহজেই নির্বিকার জ্বলে,
অদক্ষ মস্তিষ্কে ঘোরপাকের পর।
ব্যক্তিগত বলপয়েন্টের মাথায় এসে ক্লান্ত হয়ে ফিরে যায় সময়ের গহ্বরে অনেকেই,
জেনেশুনে কেইবা আগুনে ঝাঁপাতে চায়?
তোমাদের এই লোকালয়ে
প্রতিদিন কতশত সরল শব্দ নিরুদ্দেশ হয়,
কবিতারা পরিণত হয় নিখোঁজ সংবাদে।
তবু ইচ্ছে জাগে একটি কবিতা লিখি-
খুব ভালবেসে একটি কবিতা
যেখানে শব্দ আর তুমি দুজনেই অমর।
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১৬ রাত ১০:৫১