সামুর এতো এতো ব্লগারদের মাঝে কিছু কিছু ব্লগার আছেন যারা নিজ গুনে লেখনিতে অতি অল্প সময়ে অনেকের নিকট পরিচিত এবং জনপ্রিয়। সেরকমই একজন ত্রিনিত্রি বেগম। আজ সেই আবেগপ্রবণ, সংবেদশীল ত্রিনিত্রি বেগমের সার্ধশত জন্মবার্ষিকী।
কিছু ত্রিনিত্রি ত্রিভিয়া:
ত্রিনিত্রির প্রিয় প্রাণী বিড়াল। আর তার প্রিয় ডাক “ম্যাঁও”। কথিত আছে এই ম্যাও থেকেই সৃষ্টি হয়েছে একটি দল, যার নাম ম্যাঁওবাদি গেরিলা। :p
নিন্দুকেরা বলে পৃথিবীর তাবৎ বইয়ের অর্ধেকই নাকি ত্রিনিত্রির পড়া শেষ। একদমই ভুয়া কথা! ত্রিনিত্রির পঠিত বইয়ের সংখ্যা এর চেয়ে অনেক বেশি।
মানুষটা ছোটখাটো হলেও কথার শেষ নাই তার। যারা তার ব্লগ নিয়মিত পড়েছেন তাদের নতুন করে বলে দেয়ার প্রয়োজন নেই। তিনি "আমি ভাত খাই" না বলে "আমি পানিতে চাল সিদ্ধ করে খাই" বলতে অভ্যস্ত।


ত্রিনিত্রি বেগম প্রতিমাসেই আপেল খেয়ে ডায়েট করার সিদ্ধান্ত নেয়। কিন্তু ডিনারের আগে নাকি পরে খাবেন এই সিদ্ধান্তে উপনিত হতে না পারায় এখনও তা বাস্তবায়িত হয় নাই। তিনি ব্যাপক ভোজনরসিক। তার পছন্দের খাবারের মধ্যে আছে মুরগি। আরো পছ্ন্দ হাঁস। তবে এগুলার মাংসের চাইতে হাড্ডি খাইতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি।
যেজন্য লেখা শুরু করছিলাম সেইটাই হলো না। জন্মদিনের কিছু উইশ করা দরকার...

অনেকদিন বেঁচে থাকুন।
সকল আশা পূর্ণ হউক।
...এবং তাড়াতাড়ি করে বিয়া করেন। অনেক দিন বিয়া খাই না।


কিছু গিফ্ট না দিলে মাইন্ড কর্তারেন
বিটলসের একটা গান
একটা আবজাব গান

আমার বানানো একটা অ্যাম্বিগ্রাম...
আর একটা কেক
** এখানে প্রকাশিত সকল তথ্য নিজ দায়িত্বে বিশ্বাস করুন।
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১১ রাত ১২:৩৩