পিছনে ফিরতেই সুরঞ্জন ভুল,
ত্রুটিরা ভ্রুকুটি,
উল্লম্ব দিকে বোতামের গন্ডগোলের লিফটের ত্বরণ
বানানেরা বিভ্রমে ভ্রমানূুসারে চেঁচামেচি করে, গদ্যের মৌসুমে পদ্যের কাঁকর, কালবৈশাখ মনে পড়ে -
পিছন ফিরে তাকিয়ে বারবার পড়ছি
কালির কলমে ওঠার আগেই পেন্সিল ছুঁড়ে ফেলেছি,
ডাস্টারের সব ধূলো চকের ময়দা হয়ে নাকের কাছাকাছি -
হাইকুর মত করে ছোট হলেও
অচলায়তনে একটা লাল গাড়ি
চাকা ভাঙার দিন সমুখের বাতি,
এক আড়ালেই জলের অসুখ,
এক মগ্নতায় চুপ চাপ ফুল,
পিছনের দিকে একটা পশুপর্দার বাদ্যযন্ত্রী
মানুষের মহৎ গুণ পথের ধারে মুর্চ্ছনায় মিশে থাকে।
সামনে আসছে আশার প্রাপক,
কল খুলে কাউকে না দেখে মুখ লাগিয়ে তৃষ্ণাপান
বিশুদ্ধ নয়, অধিকাংশই আমার বাস্তব
চলে যাচ্ছে - এই তো তূনবীনে।
-
ড্রাফট ১.০
সব কিছুই এক রকম হবে তা তো না।