মানুষেরা কদাচ ফিরে আসে,
মানুষের ঘড়িতে এক সময় একবারই বাজে!
অভিমান নিভে গেলে ভুল ভেঙে মন ছুটে আসে!
এসে দেখে পড়ে আছে শূন্য ভিটে মাটি,
এসে দেখে তূর্য নদীতে নৈশব্দ ঘুরপাক খায়,
চিত্রল মৃগের হাড় পড়ে আছে শুষ্ক জঙ্গলে।
সময়ের গর্ভে নেমে গেছে সময়
অমাবস্যার সুরঙ্গে যেন ডুবে যায় হতাশ আঁধার।
সময়ও কখনো ফিরে আসে -
উৎসবে ঝলমলে সুসময়ে
মানুষের বিষয় বদল হয়
কালান্তরে মানুষ লুডুর দানে অনূর্ধ ছয় মেনে নেয়।
-
ড্রাফট ১.০ /