কখনো এ পাথরের গ্রহ সূর্য বিলিয়ে হয় সোনার দিনার,
কেউ কেউ ব্যালকনি খুলে হাত বাড়িয়ে চাঁদ ছুঁতে চায়,
সদ্য স্নান সেরে, মেয়েটি অবাক হয়ে ঐশ্বর্যময়ী দ্যুতি দেখে,
কখনো জ্যোৎস্নায় কবি ঘুম ঘুম চোখে দেখে
মাটির খয়েরী কালিমা ঢেকে যায়
পূর্ণেন্দু সরোবরে, অথবা কোজাগরী দীপ মানসীর টিপ
হয়তো তখন দোতলা বাড়িতে নতুন যুগল লোডশেডিং এর খরচ সাজাবে
হে কীর্তিনাশা চাঁদ ঘুম থেকে তুলে বসাও সমবেত একাকীত্ব,
ছাদ নেই কারো শুয়ে রঙ আঙিনায়, কিংবা ঘুম নেই গিটের ব্যাথায়
ছাদ নেই উন্মুক্ত খনির পাশেই ঘুমায় যে মানুষেরা
ঘণ্টা গুনে কাজ হয়, তন্দ্রাভোর উপেক্ষা করে পাকস্থলী এলার্ম বাজায়
নিরর্থক আকাশের আলো দেখে ওরা
বিরক্তিতে চেয়ে দেখে চাঁদ - রোজ সে আহ্লাদে আকার বদলায় অকারণে
-
ড্রাফট ১.০ / ইচ্ছে হয় গান হোক