ইমিটেশন সোনা কিন্তু
তুমি কানে ধরেছিলে, মিনা, ঈর্ষায় কাঁদছিল গোল্ডমাইন
প্রবীন সূর্যের রোদ বিকেল জুড়িয়ে
পড়েছিল গালের একপাশে, কি অপরূপ,
আমি কি সোনার দ্যুতিকে ভালবাসি না, মিনা,
পরশ পাথরে সোনা হয় কি হয় তাই?
শ্লোগান দিয়ে পাশ দিয়ে চলে েগছে হৃদয়ের কানাকানি
হঠাৎ পাখির পুরুষ্ঠু আশির্বাদ উন্মুক্ত করে সোনালী স্বপ্ন বীনার সুর
এক দৃষ্টে চেয়ে দেখি ইমিটেশন দুল
চোখের মাকড়সার মানব আঁকড়ে ধরে আছে
তখন সে তরুনীকে হুড খুলে বন্দিনী বলে ডাকতে ইচ্ছে হয়--
আমি সংযত হয়ে চলমান পথের দিকে চেয়ে
মনে মনে বলি,
খনির সে ধাতব তুলনায় পরশ পাথরটা আমি-
ছুঁয়ে দিই মিনা, গাল
এই চোখ চেয়ে দেখে মিথ্যে দ্যুতি, বিকেলের রঙ
জ্বলতেই থাকে দ্বিতীয়ার মত
এই ওষ্ঠ বলেছে তরুনী কিশোরী হয়ে যায়, সদ্য বৃষ্টিতে নেয়ে ওঠা চড়ুইয়ের মত ভালোবাসি--
আর আকাশ বাতাস যাবতীয় সম্পদ সোনা হয়ে গেছে
সুবর্ণলতাকে ভালবেসে
-
ড্রাফট ১.০ /
দু দিন আগে জানলাম ক্রিস্যানথিমাম মানে সোনা ফুল। ক্রিসস গ্রিক শব্দ - মানে সোনা। ক্রিসাফি মানে রঙ করা সোনা http://goo.gl/Bmvw5