চায়ের মত নিয়ম করে ফুটন্ত জলের ভিতর ডুবে ডুবে সে আসতো
এখন কি বাড়ন্ত পুঁইশাক মাচা ছেড়ে বের হয়ে গেছে।
শনের পাতায় ঈশ্বরের বাতাস, কান পাতে মুনি
আমি ও কবিতা বন্ধু জুটি প্রায়ই আসতো রাত্রির ট্রেনে
পালকি থেকে নেমে আসে বিলুপ্তপ্রায় সংস্কৃতির মত যদিও কখনো
বাইনোকুলাের দেখা বাবুই পাখি দূরে থাকাকেই এখন কাছে ভাবি
×
প্রতিদিনকার ভালবাসা দু একদিন দেরি হয়
লেট লতিফেরাই প্রেমিক হয় ঘড়ি ফেলে এসে
সঠিক সময়ে আসা মানুষেরা দেখেছ কোন দিন ভালবাসে?
ঝাঁকিয়ে নেই কলম।
টুকে নেই কি জানি.....স্পেশাল গলা খাঁকাড়ি দেয়া শব্দ
ভাল করে শব্দগুলো নিবের ডগায় নেমে আসে
তারপর লিখি। ভাল করে লিখতে সময় লাগে।
শব্দ অপেক্ষায় আমার। আমি অপেক্ষায় শব্দের।
টিকেট করে বসে আছি, আমি আর হুইসেল অনিশ্চিত হয়ে গেলাম
-
ড্রাফট ১.০