যাত্রা পথের বন্ধু এক, যাহার কাছে অনেক ঋণ
ঢাকা থেকে রকেটযানে চলেছিলাম দেড়টি দিন
সবাই যখন ঘুমোচ্ছিল, আমার চোখে স্মৃতির ভিড়
বিরান নদী একটানা স্বর ভুত ভুতুড়ে কি অস্থির
একা একা ঘুরছি ছাদে ভীষন রকম মন খারাপ
প্রেমের বয়স! যাচ্ছি দূরে, বিরহ কি গোখরো সাপ?
শিশির ধরা আকাশ পানে দেখছি জ্বলে কৃত্তিতারা
ঝরা শিশির, পলকা বায়ে বাড়াচ্ছিলো দু:খ ধারা।
সারেং ডাকে, ঘুমান নি যে, উদাস কেন? মন খারাপ?
মনই মাঝি, মনই পাজি, কান্না ঝরাই তার স্বভাব।
জানেন নাকি প্রাণ খুলে যায়, মাঝ রাতে ভর সাগরে
চলুন বসি এই নিরালায় আলাপ করি প্রাণ ভরে।
কেমন করে সারেং হলাম শুনতে কি চান গল্পটা
মামা ছিল জাহাজ নাবিক, তাকে দেখে সখ ওঠা
মাকে বলি সারেং হবো, বাঁধবো জীবন স্টিমারে
রাগলো পিতা, তাই অগতা পালাই নদীর কিনারে।
পালিয়ে নদীর মাহুত হলেও আমার ছিল প্রেম নারী
জলের নেশা প্রেমের নেশা, নেশায় নেশায় হয় আড়ি
একদিকে জল, স্টিমার বাঁশি, আন পারে মন উচাটন
ডুকরে উঠি সাগর ঝড়ে দুলবে যেমন পাটাতন।
ভিজিয়ে আঁখি পত্র লিখি দূর বিদেশে হয় নোঙর
এমনি করে সুপ্ত আশায় রাতপোহায়ে হয় যে ভোর।
পেশাই শেষে জয়ী হলো, বুঝতে পেলাম বেশ পরে,
খবর পেলাম সেই প্রেমিকা পালিয়ে গেছে আন ঘরে।
হৃদয় চেপে ঝাঁপিয়ে পড়ে, ট্রেনিং নিয়ে ঝরাই ঘাম,
ভগ্ন মনের ব্যর্থ মানুষ সারেং হয়ে নেই সুনাম।
খারাপ তো মন? দু হাত চেপে বলেছিল বন্ধুটি
কিছু পাবেন হারিয়ে কিছু এই তো জীবনের রীতি।
-
ড্রাফট ১.৩/প্রথম লাইনটা আরো ভাল কিছু দরকার
পুরনো এক বন্ধুর কথা, যাহার কাছে অনেক ঋণ
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১২ সকাল ৮:৪৬